আমাদের কথা খুঁজে নিন

   

চীনে বাক স্বাধীনতার উপর জোর দিলেন মিশেল ওবামা

মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা চীনে বাক স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন। চীন সফরে আজ বেইজিংয়ে এক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

 

বেইজিংয়ে অবস্থিত পিকিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় মার্কিন ফার্স্ট লেডি বলেন, 'বাক স্বাধীনতা ও তথ্যে অবাধ প্রবেশাধিকার দেশকে আরো শক্তিশালী করে। এগুলো সার্বজনীন অধিকার হওয়া উচিত।'

 

মিশেল বলেন, 'তথ্যের অবাধ প্রবাহ খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমেই আমরা সত্যকে আবিস্কার করি; আমাদের সমাজ, দেশ ও বিশ্বে প্রকৃতপক্ষে কি ঘটছে তা জানতে পারি।'  তিনি আরো বলেন, 'যখন কোনো দেশের সব নাগরিকের কথা ও মতামত শোনা হয় তখন তা দেশটিকে আরো শক্তিশালী করে তোলে।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।