আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

জয়ের প্রত্যাশা ছিল ঠিকই। কিন্তু আগের দিন সেমিফাইনালে দুর্বল শ্রীলঙ্কাকে টাইব্রেকারে হারানোতে ফাইনাল ঘিরে কিছুটা ভয়তো ছিলই। না সেই ভয়কে বাংলাদেশ জয় করেছে দারুণভাবে। গতকাল বাছাইপর্ব হকি ফাইনালে ওমানকে ৬-১ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমস খেলতে যাবে। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শুরুটা দেখে কিন্তু মনে হয়নি বাংলাদেশ এতটা সহজভাবে জিতবে।

গত ওয়ার্ল্ড লিগেও ওমানকে হারিয়ে ছিল। কালতো দাঁড়াতেই দেয়নি প্রতিপক্ষকে। ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলের সূচনা করেন অধিনায়ক চয়ন। ১২ মিনিট পরই ওমানের পক্ষে সমতা ফেরান খাতাব। এরপর থেকেই বাংলাদেশ অপ্রতিরোধ্য হয়ে উঠে।

গোলের জন্য আক্রমণ চালিয়ে ওমানের রক্ষণভাগ ভেঙে চুরমার করে ফেলে। ৩০ মিনিটে নিলয় গোল করলে প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে ওমানকে আর খুঁজে পাওয়া যায়নি। ৪৫ মিনিটে পুস্কর ক্ষিসা মিমো চমৎকার হিটে জালে বল পাঠালে ব্যবধান দাঁড়ায় ৩-১। ৬৫ মিনিটে নিলয় পুনরায় গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

এরপরও থেমে থাকেননি চয়নরা। ৬৯ মিনিটে মিমো ও শেষ মিনিটে নান্নু জালে বল পাঠালে বাংলাদেশ অর্ধডজন গোলে জিতে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ ও ওমান ছাড়াও এশিয়ান গেমসে খেলবে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, চায়নিজ তাইপে আর ইরান। পুস্কর ক্ষিসা মিমো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

 



সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.