আমাদের কথা খুঁজে নিন

   

বাণিজ্যিক ভবনের সামনে আবর্জনা ফেলে ক্ষোভ 

উন্নয়নের স্বার্থে ময়লা-আবর্জনা ফেলে নগরীর একটি বহুতল বাণিজ্যিক ভবনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল ভোরে নগরীর স্টেশন সড়কে শাহ বারী টাওয়ার নামের ভবনটির সামনে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়। ক্ষতিপূরণ নেওয়ার পরও এই ভবনটির অংশ বিশেষ না ভাঙার কারণে এক কিলোমিটার সড়কের চার লেনের উন্নয়ন কাজ এক মাস ধরে আটকে রয়েছে। ভবনটির অংশ বিশেষ ভেঙে ফেলার জন্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু ভবন মালিককে একাধিকবার অনুরোধ জানান। সচেতন নাগরিক কমিটিও ১৯ মার্চ পায়রা চত্বরে জনসভা করে ভবনটির অংশ বিশেষ ভেঙে ফেলার অনুরোধ জানায়। এ সভায় প্রধান অতিথি সিটি মেয়র ঝন্টু ২৩ মার্চের মধ্যে ভবনের অংশ বিশেষ ভেঙে ফেলার জন্য ভবন মালিককে সময় বেঁধে দেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.