আমাদের কথা খুঁজে নিন

   

সুনন্দা মৃত্যু রহস্য: বিষক্রিয়া তত্ত্ব খারিজ ভিসেরা রিপোর্টে

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের রহস্যজনক মৃত্যুর পর দু'মাস পার হয়ে গেছে হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশের ভরসা ছিল ভিসেরা রিপোর্টের ওপর। সেই ভিসেরা রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেছে মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের কারণেই মৃত্যু হয় সুনন্দার। কিন্তু এফআইআর দায়ের করার জন্য এই ভিসেরা রিপোর্ট অমীমাংসিত ও অসম্পূর্ণ বলেই মনে করছে পুলিশ।

গত শুক্রবার সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল যে রিপোর্ট দিল্লি পুলিশের হাতে তুলে দিয়ে, তা তদন্তের ক্ষেত্রে যে খুব একটা সাহায্য করবে তা না।

ভিসেরা রিপোর্টে বিষক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের দিকেই ইঙ্গিত করছে। ফলে সুনন্দা পুরস্কারের মৃত্যুর জন্য এখনও সুনির্দিষ্টভাবে এফআইআর দায়ের হয়নি বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার।

এদিকে, তদন্তকারী অফিসাররা জানিয়েছিলেন, অ্যালপ্র্যাক্স নামের একটি ওযুধের দুটি স্ট্রিপ সুনন্দার হোটেলের ঘরে পাওয়া যায়। ১৫টি ওষুধের একটি পুরো স্ট্রিপ খালি ছিল ও অন্যটিতে মাত্র ৩টি ওষুধ পড়ে ছিল। অথচ সুনন্দার মৃত্যুর পরে তার পেটে ওই ওষুধের উপস্থিতি পাওয়া যায়নি।

তদন্তকারী পুলিশদের মতে, যদি সুনন্দা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক পরিমাণ ওষুধই সেবন করতেন তাহলে কেন ফাঁকা স্ট্রিপটি ঘরেই পড়েছিল।

ময়নাতদন্তে সুনন্দার শরীরে একাধিক ক্ষতচিহ্নের দাগ দেখা গেছে। এমনকি ডান হাতের উপরের দিকে দাঁত দিয়ে কামড়ানোর গভীর দাগ রয়েছে। সে বিষয়েও তদন্ত করবে পুলিশ। তবে ভিসেরা রিপোর্ট যে সম্পূর্ণ নয় তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দিল্লি পুলিশ।

যদিও ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পরও সেভাবে মুখ খুলতে নারাজ শীর্ষ তদন্তকারী কর্মকর্তারা।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।