আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্র ছাড়লেন সেই কূটনীতিক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ত্যাগ করে মরক্কোয় পৌঁছেছেন কনসাল জেনারেল মনিরুল ইসলাম। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গৃহকর্মীর মামলার পর অনেকটা গোপনেই নিউ ইয়র্ক ত্যাগ করেছেন তিনি।

গতকাল দুপুরে নিরাপদে মরক্কোয় পৌঁছানোর কথা নিশ্চিত করে নিউ ইয়র্কে ই-মেইল করেছেন মনিরুল ইসলাম।

গৃহকর্মী মাসুদ পারভেজ গত শুক্রবার মজুরি বঞ্চনা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেন মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফাহিমা তাহসিন প্রভার বিরুদ্ধে। তবে, সপ্তাহিক ছুটি থাকায় আদালত থেকে মনিরুল ইসলামের কাছে কোনো নোটিশ যায়নি।

এছাড়া, এখন পর্যন্ত নিউ ইয়র্কের সরকারি আইনজীবী ফৌজদারি অভিযোগ না আনায় কোনো সমন বা পরোয়ানাও জারি হয়নি।

জানা গেছে, নিউ ইয়র্ক ত্যাগের পূর্বে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কনসুলেট অফিসের কর্মভার হস্তান্তর করে যাননি মনিরুল ইসলাম। গতকাল ঢাকার নির্দেশে জাতিসংঘ বাংলাদেশ মিশনের কর্মকর্তাকে কনসাল জেনারেলের অস্থায়ী দায়িত্ব দেয়া হয়েছে। জাতিসংঘ মিশনে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি মুস্তাফিজুর রহমান অস্থায়ী কনসাল জেনারেলের দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, মরক্কোয় রাষ্ট্রদূত হিসেবে মধ্য এপ্রিলে যোগ দেয়ার কথা ছিল মনিরুল ইসলামের।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.