আমাদের কথা খুঁজে নিন

   

রেসিপি: বুটের ডাল ও গরুর মাংস

উপকরণ:

 

- গরুর মাংস আধা কেজি

- বুটের ডাল আধা কেজি

- পেঁয়াজ কুচি বড় তিনটে (দুইটা দিয়ে বেরেস্তা বানিয়ে নিতে হবে)

- গরম মসলা (৩/৪টা এলাচি, ২/৩টা এক ইঞ্চির দারুচিনি)

- আদা বাটা দেড় টেবিল চামচ

- রসুন বাটা দেড় টেবিল চামচ

- কাঁচামরিচ ৩/৪টা (ঝাল বুঝে)

- মরিচ গুড়া হাফ চা চামচ (ঝাল বুঝে)

- হলুদ গুড়া এক চা চামচের কম

- জিরা গুড়া আধা চা চামচ (না দিলেও সমস্যা নাই)

- দুই চামচ সিরকা

- লবণ পরিমাণমতো

- সয়াবিন তেল

- পানি পরিমাণমতো 

 

প্রণালী:

মাংস স্লাইস করে কাটা অথবা পছন্দমতো ছোট আকৃতির টুকরো করে নিন। এই ধরনের রান্নায় মাংসের হাড় না নেয়াই ভাল। ডাল ধুয়ে একটা পাত্রে ভিজিয়ে রাখুন। পেঁয়াজ কুচি বেরেস্তা করে রাখুন।

এবার চুলায় পাত্র দিয়ে তাতে তেল দিন।

তেল গরম হলে পেঁয়াজ কুচি, গরম মশলা (এলাচি, দারুচিনি) ও কাঁচা মরিচ দিয়ে ভাল করে ভেজে পেঁয়াজ কুচিগুলো হলদে করে নিতে হবে। এবার সেখানে আদা, রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে তাতে এক কাপ পানি দিতে হবে। কিছুক্ষণ কষানোর পর মরিচ গুড়া, হলুদ গুড়া ও জিরা গুড়া দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার গরুর মাংস দিয়ে দিন।

মাঝারি আঁচে কিছুক্ষণ রান্নার পর দেড় কাপ পানি এবং সিরকা দিয়ে দিন।

এবার ঢাকনা দিয়ে মিনিট ১৫/২০ রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন। এখন বুটের ডাল দিয়ে মাংসের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। দেড়/দুই কাপ পানি দিয়ে ঢাকনা দিন। ১৫/২০ মিনিট পর দেখুন ডাল নরম হয়ে গেছে এবং ঝোল মাখা মাখা হয়ে এসেছে।

সব ঠিক থাকলে বেরেস্তা ছিটিয়ে দিন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।