আমাদের কথা খুঁজে নিন

   

শতাধিক বছরের পুরোনো চমৎকার দেখতে সব গাড়ী!

কি সুন্দর আর বিলাসবহুল ছিল ১০০ বছরেরও বেশী আগের ঐসব গাড়ী, কল্পনাই করা যায়না! আসুন তাদের কিছু ছবি দেখি: সবচাইতে পুরোনো দিয়েই শুরু করি।

১৮৮৮ সালের বেনয, জার্মানী।


১৯০০ সালে তৈরী নেপিয়ার। ইংল্যান্ড।



নীচেরটা একটা কলাম্বিয়া, ১৯০১ সালে আমেরিকায় বানানো।




এটার নাম দ্য ডিয়ন বুটন ১৯০১ মডেল। ফরাসী।


১৯০২ সালের দ্যা দিয়েত্রিচ


প‌্যানহার্ড এ লেভাসঁন, ১৯০২ সালে তৈরী:


হ্যাঁ আমাদের অতি পরিচিত মার্সিডিয তবে ১৯০৩ সালের! জার্মানী।




ল্যানচেস্টার ১৯০৪। ইংল্যান্ড।





এটাও ১৯০৪ মডেলের সানবীম। , ইংল্যান্ড।



১৯০৪ এর গার্ডনার সারপোলার স্টীম কার।



ভক্সহল, ১৯০৫ এ তৈরী। ইংল্যান্ড।





এটা ১৯০৬ সালে তৈরী রেনল্ট। [/sb, ফরাসী গাড়ী।



গ্রা প্রী ইটালা, ১৯০৭ এ তৈরী। ইটালী।



ইউনিক ট্যাক্সি ১৯০৮ এ ইংল্যান্ডে বানানো।





ডিলাউনি বেলেভিয়ে- ১৯১০ এ ফ্রান্সে বানানো।


১৯১১ মডেলের 'অস্টিন', ইংল্যান্ড।



আলফোনসো হিসপানো সুইজ, ১৯১২ সালের: স্পেনে তৈরী।



১৯১৫ মডেলের ফোর্ড মডেল টি। মার্কিন যুক্তরাস্ট্র।



ষ্টক শেষ:

সুত্র:

Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.