আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় স্কুল হকিতে শতাধিক দল

প্রাথমিক পর্বে ঢাকায় ২১টি, ময়মনসিংহ, মাদারীপুর, কুমিল্লা, সিলেট ও বরিশালে ৮টি করে, চট্টগ্রাম সদরে ৯টি, রাজশাহী ও দিনাজপুরে ১০টি করে এবং যশোর ভেন্যুতে ১২টি স্কুল অংশ নেবে এই প্রতিযোগিতায়। ঢাকায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে ২৮টি স্কুল। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, “দেশের হকিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় সংগ্রহের জন্য আমরা এই বিশাল টুর্নামেন্টের আয়োজন করছি। এখান থেকে ভবিষ্যতের খেলোয়াড়দের তুলে আনা হবে।” “হকি ফেডারেশনের কোচদের স্কুলের খেলোয়াড়দের সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়ার জন্য জেলায়-জেলায় পাঠানো হবে। জানুয়ারিতে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।” এই টুর্নামেন্ট উপলক্ষ্যে পাকিস্তানের শিয়ালকোট থেকে এক হাজার ৭০০টি হকি স্টিক, এক হাজার ৩০০টি বল ও ২০ সেট গোলরক্ষক সরঞ্জাম কিনেছে হকি ফেডারেশন। এসবের মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.