আমাদের কথা খুঁজে নিন

   

পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ

মেসি-জাভি-ইনিয়েস্তা-পুয়লদের দীর্ঘদিনের সঙ্গী ভিক্টর ভালদেজ। একই সঙ্গে লা মেসিয়ায় বেড়ে উঠেছেন তারা। গত এক দশকে বার্সেলোনার সব সফলতা-ব্যর্থতায় পাশাপাশি ছিলেন তারা। ভিক্টর ভালদেজ চলতি মৌসুম শেষেই পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। প্রিয় বন্ধুকে বিদায় জানানোর কত পরিকল্পনাই না করেছিলেন মেসিরা! কিন্তু তা আর করা হলো না।

অন্তত বলে কয়ে বার্সেলোনার জার্সিতে শেষ ম্যাচটা খেলতে পারলেন না ভালদেজ। বুধবার ম্যাচের ২৩ মিনিটেই আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। এই ইনজুরি কেবল বার্সেলোনায় তার সমাপ্তিই টেনে আনেনি, সেই সঙ্গে বিশ্বকাপের সম্ভাবনাটাও শেষ করে দিয়েছে। তবে মেসি-নেইমাররা ভালদেজের অঘোষিত শেষ ম্যাচে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন ৩-০ গোলের জয় দিয়ে। নেইমার দুটি এবং মেসি একটি গোল করেছেন।

বার্সেলোনার জয়ের পর সবার দৃষ্টি ছিল সেভিয়ার মাঠে। রোনালদোর ১৪ মিনিটের গোলও আরও একটা পরাজয় থেকে বাঁচাতে পারেনি লস ব্ল্যাঙ্কোসদের। বাকার ডাবলে সেভিয়া ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। বার্সা-রিয়ালের উল্টো পথে হাঁটার দিনে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দিয়েগো কস্তার একমাত্র গোলে ১-০ ব্যবধানে গ্রানাডাকে হারিয়েছে তারা।

এ জয়ে লা লিগার শীর্ষস্থানে পৌঁছে গেল অ্যাটলেটিকো।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।