আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপত্তা চান লক্ষ্মীপুরের ভোটাররা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা নির্বাচনে ১৯ দলের প্রার্থীরা তাদের ওপর নানা নির্যাতন হচ্ছে অভিযোগ করে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান খান খসরু জানান, কর্মীদের মারধর, মোবাইল লুট, মোটরসাইকেল ভাঙচুরসহ মহিলা প্রার্থীদের শাড়ি খুলে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপি সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার জানান, কালাপাহাড়িয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় গেলে সেখানে  সরকার দলীয় ক্যাডাররা তাদের ঘিরে ধরে জিম্মি করে রাখেন। সেখানে ঘণ্টাখানেক জিম্মি থাকার সময় তাদের অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়। সেখান থেকে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনা ফোনে জানালে তিনি ব্যবস্থা না নিয়ে উল্টো স্থানীয় আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবুর সঙ্গে যোগাযোগ করতে বলেন।

পুলিশকে জানালে তারা বলে দেন আমাদের কিছু করার নেই। বিএনপি থেকে সমর্থন পাওয়া চেয়ারম্যান প্রার্থী গাজী মাসুদ বলেন, এমপি গত ১৭ দিন ধরে বিভিন্ন সভায় প্রকাশ্যে আচরণ বিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে যাচ্ছেন। আমাদের পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। কর্মীদের রক্তাক্ত করা হচ্ছে। কিন্তু প্রশাসনের নীবর ভূমিকায় আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত বলে জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ১৯ দল সমর্থিত জামায়াতের ভাইস চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস মোল্লাসহ আড়ইহাজার উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা। ‘প্রভাব বিস্তারকারী কাউকেই ছাড় দেওয়া হবে না’নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, আগামী ৩১ মার্চ উপজেলা নির্বাচনে কেউ যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে আইশৃঙ্খলা বাহিনী। প্রভাব বিস্তারকারী কোন এমপি হোক আর সাধারণ মানুষ হোক কাউকেই  ছাড় দেওয়া হবে না। ৩১ মার্চ অনুষ্ঠিতব্য আড়াইহাজার উপজেলা নির্বাচনে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ উঠেছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মাহমুদুর রহমান হাবিব, জেলা পুলিশ সুপার সৈয়দ নুজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শহীদুল ইসলাম মাসুদ, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাউছুল আজম, ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন, আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন, রূপগঞ্জ থানার ওসি মীর আসাদুজ্জামান, বন্দর থানার ওসি আকতার মোর্শেদ, সোনারগাঁও থানার ওসি রেজাউল হকসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নিরাপত্তা চান লক্ষ্মীপুরের ভোটাররাআগামী ৩১ মার্চ মেঘনা উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরের সদর, রামগঞ্জ, রায়পুর ও রামগতি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সদরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত একে এম সালাহ উদ্দিন টিপু, বিএনপি সমর্থিত মাহমুদুল করিম দিপু,  আওয়ামী লীগের বিদ্রোহী মহি উদ্দিন বকুল ও স্বতন্ত্র ফিরোজ আলম খান।

এ উপজেলায় চেয়ারম্যান পদ নিয়ে ভোট কেন্দ্র দখল ও সহিংস ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ভোটাররা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহি উদ্দিন বকুল, বিএনপি সমর্থিত প্রার্থী মাহমুদুল করিম দিপুসহ অনেক প্রার্থী অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে সন্ত্রাসীরা আমাদের নির্বাচনী প্রচারণার গাড়ি ভাঙচুর ও কর্মীদের মারধর করে ভয়ভীতি প্রদর্শন করছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ কে এম সালাহ উদ্দিন টিপু  অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, ‘সন্ত্রাসীরা আমার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে  পুড়িয়ে দিয়েছে। তাছাড়া পূর্বাঞ্চলে চিহ্নিত সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ায় সাধারণ মানুষ আতঙ্কিত । গফরগাঁওয়ে পুলিশের কাছে জামায়াতের আমির পলাতকরেলে নাশকতা ও ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের দায়েরকৃত দু’টি মামলার পলাতক আসামি উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসেবে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত থাকলেও পুলিশের দাবি তিনি পলাতক।

ইসমাইল হোসেন সোহেল ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবেও এলাকায় প্রকাশ্যে বিরামহীন প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। ইসমাইল হোসেন সোহেল মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে এলাকায় প্রচারণায় রয়েছেন বলে দাবি করে জানান, তার বিরুদ্ধে দু’টি মামলাই রাজনৈতিক হয়রানিমূলক।  কামরুন নাহার সাহানার গণসংযোগ : এদিকে গফরগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মানবাধিকার কর্মী কামরুন নাহার সাহানা গত কয়েকদিনে বেশকিছু এলাকায় ব্যাপক প্রচারণা চালান। উপজেলার টাংগাব, উস্থি, দত্তেরবাজার, লংগাইর, পাইথল ও মশাখালী ইউনিয়নে প্রচারণায় তার সঙ্গে স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।     [প্রতিনিধিদের পাঠানো খবর] 



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.