আমাদের কথা খুঁজে নিন

   

আইটি বিষয়ক কোনো বিপদেই পড়লেই সামুর কথা মনে পড়ে। তাই আবারও হাজির হলাম সাহায্যের আবেদন নিয়ে। (ব্লগস্পট ও গুগল এডসেন্স বিষয়ক)

তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতিরাতে, বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে সামুর কাছে আমার ঋণ অনেক। আসলে সামুর মাধ্যমে আপনাদের সবার কাছে। কারন এখানে এসে আপনাদের কাছে অনেক কিছু শিখেছি। আর এর নতুন সংযোজন হল নিজের একটি ব্লগ বানানো। অনেক কষ্টে বহুদিনের প্রচেস্টায় এ পর্যন্ত আসতে পেরেছি।

গুগল এডসেন্সের ব্যাপারেও সামু থেকেই আমার জানাশোনা। তো ভাবলাম ব্লগ যখন বানালাম দেখি গুগল এড করা যায় কিনা। যখন আজ থেকে বেশ কয়েক মাস আগে আমি ব্লগটির কাজে হাত দিয়েছিলাম তখন তেমন কিছু না বুঝেই গুগলে এপ্লাই করলাম এবং যথারিতি রিজেক্টেড হলাম। ওরা ইমেইলের মাধ্যমে বললো যে তুমি যদি তোমার ব্লগটির কন্টেন্ট এবং ভাষা পরিবর্তন কর তাহলে পুনরায় এপ্লাই কর। তারপর বেশ কয়েকমাস পর আমি ব্লগটির ভাষা ইংরেজী করে কন্টেন্ট ঠিকঠাক করে যখন পুণরায় এপ্লাই করতে গেলাম তখন বলে যে আমার একাউন্ট ডিজএপ্রুভ করা হয়েছে।

এবং আমি এটা দিয়ে আর সাইট লিংক করতে পারবনা। আমার একটি পেইড ডোমেইন এ নিজের ব্লগ বানানোর ইচ্ছা আছে। আমি কিভাবে সেখানে গুগল এডসেন্স বসাব? আমার আর কোর একাউন্ট ও নেই। আবার শুনেছি দুইটা একাউন্ট ও নাকি করা যায়না। এখন আমি কি করতে পারি? আপনাদের পরামর্শ কাম্য।

আমার আামার ব্লগ টি ভিজিট করে ব্লগ সম্পর্কে মতামতও কাম্য। সবাইকে অগ্রীম ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।