আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রপতি কীভাবে মেজর হন?

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তার প্রশ্ন, “রাষ্ট্রপতি কীভাবে মেজর হলেন?”

বিএনপি চেয়াপারসনের বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমান গত ২৬ মার্চ লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, জিয়াউর রহমানই ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এর একদিন পর ঢাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে তার মা খালেদা জিয়াও একই দাবি তোলেন।
রাষ্ট্রপতি থেকে সামরিক বাহিনীর নিচের পদে এধরনের অবনমনের ঘটনাকে নজিরবিহীন বলেও আখ্যা দেন তথ্যমন্ত্রী।
শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইনু।
তথ্যমন্ত্রী বলেন, “যুদ্ধের সময় ‘এই প্রথম রাষ্ট্রপতি’ বাংলাদেশ সরকারের অধীনে মেজর পদে বহাল থেকে যুদ্ধ করেছেন।

পরে উনি কর্নেল হয়েছেন, সেনাবাহিনীর উপ-প্রধান হয়েছেন, প্রধান হয়েছেন।
“পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে নিজে নিজেই সামরিক শাসক হয়েছেন। সুতরাং বেগম জিয়া ডাহা মিথ্যাচার করছেন। তাকে মিথ্যাচারের এই পাগলামি বন্ধ করতে হবে। ”
জিয়ার জীবদ্দশায় ও খালেদা ক্ষমতায় থাকতেও তাদের মুখে এই উদ্ভট তথ্য শোনা যায়নি বলে মন্তব্য করেন জাসদ সভাপতি ইনু।


তিনি বলেন, “অথচ লাখো কন্ঠে যখন সোনার বাংলা সারাদেশে প্রচারিত হচ্ছে, খালেদা জিয়া তখন ঘরে বসে জাতীয় সংগীতে শরীক না হয়ে উদ্ভট তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছেন। ”
ইতিহাসকে নির্বাসনে পাঠিয়ে বা হত্যা করে কেউ রাজনীতিতে টিকে থাকতে পারেনি বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।
দুপুরে সার্কিট হাউজে দলীয় নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা ও জাসদ সভাপতি গোলাম মহসিন।
পরে মিরপুর উপজেলার হালসা কলেজের নবনির্মিত ভবন উদ্ধোধন করেন তথ্যমন্ত্রী।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.