আমাদের কথা খুঁজে নিন

   

চোরাবালি

যা পাবেন সবই ঋণাত্মক , এটা শুধু ঝটকা দেবে চোরাবালি ছবিটা নাম কামান শুরু করসে। মনে হচ্ছে বাংলা সিনেমা আবার জেগে উঠবে । কিছু নতুনত্ব দেখা গেছে। চিনেমার রিভিউ লেখা আমার কাজ না আর আমি দুঃসাহসী না । আজ আপনাদের নতুন চোরাবালির সাথে পরিচয় করানোর জন্য আজ আমার এই লেখা।

ঢাকা , আমাদের প্রিয় রাজধানী । খুব বেশি না জানলেও যে কেও নির্দ্বিধায় বলতে পারবে আমাদের এই প্রিয় নগরী খুব সাজান গোছানো একটা চোরাবালি। চিন্তিত, এ আবার কেমন কথা , চোরাবালি দেখার পর সবই কি চোরাবালি মনে হচ্ছে নাকি । নারে ভাই, একটু চিন্তা করুন তাহলেই বুঝতে পারবেন। ধরি একজন লোক গ্রাম থেকে এসেছে।

জীবিকার সংগ্রাম , খেয়ে পরে তো বাচতে হবে । সে কোন ভাবে একটা কাজ জগার করলো , আমরা তো জানি ঢাকায় টাকা উরে, সেও ধরে ফেলল বেপার টা, খুব মজা পেতে লাগলো , সাথে সাথে বন্ধু-বান্ধব ও জুটে গেলো কিছু। টাকায় মানুষ আনে , মানুষ টাকা আনে না এই প্রবাদ টা মিথ্যা না এটাও প্রমান করে দিল। সবই হল একটা মেয়ে বন্ধু বা প্রেমিকা টাইপ কিছু নাহলে তহ জমল না বিষয়টা। সো সে একটা প্রেমিকা ও যোগাড় করে ফেলল, এবার একটু ফিরে যাই সে কোথা থেকে এসেছিল,সে এসেছিল একটা গ্রাম থেকে জীবিকার সন্ধানে, সেখানে তার বাবা-মা , ভাইবোন থাকে।

কিন্তু এই চোরাবালি, ঢাকা নগরী কখন যে তাকে ভেতরে নিয়ে নিয়েছে সে বুঝতেই পারে নি এই কয়েক বছরে সে ঈদ ছাড়া বাড়ি যেতে পারে নি শুধু ধাকার টানে, এখানে সবাই দ্বিমত পোষণ করতে পারেন গ্রামের লকেরা এমন নয়। কিন্তু আমার সামনেই অনেক ঘটনা আছে, যাতে আমি প্রমান করতে পারব ঢাকা চোরাবালি। এবার আসি অন্য ঘটনায়, অন্তু নামের একটি ছেলে প্রেমে পড়ল সাম্মি নাম্নী এক মেয়ের, তারা দুজনেই সাতক্ষীরার, পালাতে হবে, সব চেয়ে সেফ জায়গা ঢাকাতেই, কারন পুরান ঢাকার অলিগলি গ্রামের মানুষের চিনতে হলে মিনিমাম ২ বছর লাগবে। নতুন পড়তে আসা ছাত্রছাত্রীদের তো বাদই দিলাম এরা ঢাকা আসলে মনে করে পিঠে পাঙ্খা গজাইছে আর যামু না। আর ঢাকা ছেড়ে যারা বাইরে যায় তারা নিতান্তই ঠেকায় পইরা যায়।

আর ব্যাক করলে ভুলেও ঢাকা ছাইড়া জাইতে চায় না। আমি আমার সামনে এমন অনেক লোক দেকছি ঢাকা থাকার সে কি আকুতি!!!! ছাড়বেই না ঢাকা, এতো সুন্দর চোরাবালি ঢাকার যেই পরে সেই ডুবে যায়, তবু ঢাকা ছেড়ে যেতে সত্যি কষ্ট হয়। আমার এই লেখা সবার মতের সাথে নাও মিলতে পারে, দ্বিমত থাকলে নির্দ্বিধায় জানাবেন, অপেক্ষায় রইলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।