আমাদের কথা খুঁজে নিন

   

চোরাবালি আসছে...

এতকিছু ... ওই সিনেমার জন্যই... চোরাবালি আসছে ২১ ডিসেম্বর। বাংলাদেশের সিনেমা তার বাঁক পরিবর্তন করছে এই মুহুর্তে। তৈরী হচ্ছে সিনেমার ভাষা। আগামী তিন বছরে নির্মিত হবে শ'দেড়েক ভালো ছবি। ভালো বলতে শুধু আর্ট ফিল্ম না।

আর্ট ফিল্মের বাইরেও ভালো ছবি হতে পারে। সেই গল্মগুলি গতানুগতিক না। ছবির রঙ গতানুগতিক না। ছবির চিত্রায়ন গতানুগতিক না। চোরাবালিকে সেই মহোৎসবের প্রথম ছবি বলা যেতে পারে।

গতকাল রাতে পরিচালক রোদেয়ান রনির ৫৮ মিনিটের একটা ইন্টারভিউ নিয়েছি, এত দীর্ঘ সাক্ষাৎকার এই মুহুর্তে দেয়া যাচ্ছে না। পরে আস্তে আস্তে দেয়া হবে। তবে কথা বলে আমি নিজেও আমাদের সিনেমা নিয়ে আশাবাদী হলাম আরো একটু। চোরাবালি নিয়ে রনি যা বললেন তা এরকম 'দর্শক যে প্রত্যাশা নিয়ে চোরাবালি দেখতে যাবে, তার থেকে বেশী পাবে হলে গিয়ে। ' পরিচালকের আত্মবিশ্বাস মুগ্ধ করলো আমাকে।

রনির চোখের মধ্যে একটা তেজ ছিলো। আসলে এটাই দরকার একটা ভালো ছবি নির্মানের জন্য। খানিকটা অনুপ্রানিতও হলাম। আসেন ডিভিডি কিংবা লিংকের জন্য অপেক্ষা না করে হলে গিয়ে ছবি দেখবো এমন সংকল্প করি। খালি ভালো ছবি নির্মান হলে তো হবে না, ভালো আর চরিত্রবান দর্শকও দরকার যে টিকিট কেটে হলে গিয়ে ছবি দেখে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।