আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ শেষ মাশরাফির

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপের শুরু থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন মাশরাফি। গত ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে এশিয়া কাপে বাঁদিকের পাজরের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটে টুর্নামেন্টে আর খেলতে পারেননি তিনি।

বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ চোট পেলেও ছয় ম্যাচের পাঁচটিতেই খেলেছেন দেশসেরা এই পেসার।



চোটের কারণে নিজের সেরা ছন্দে ছিলেন না মাশরাফি। ৪৭.৩৩ গড়ে মাত্র ৩ উইকেট নিয়েছেন তিনি। রোববার পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ৬৩ রান দিয়েছেন তিনি, যা টি-টোয়েন্টিতে তার সবচেয়ে খরুচে বোলিং।

মাশরাফির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগে শক্তি হারালো বাংলাদেশ। সুপার টেনে স্বাগতিকদের মতোই টানা তিন ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া।


 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.