আমাদের কথা খুঁজে নিন

   

ক্লান্তি

যখন আমি অনেক ক্লান্ত
শরীর জুড়ে ভীষন অবসাদ
তখন যেন পৃথিবীতে নরম পেলব একটা বাতাস বয়,
সিরসির এক ভাল লাগায় আমি ভেসে যাই।
যখন আমি হতাশায় আচ্ছন্ন
সবকিছু বিস্বাদ লাগে,
সময়টাকে বড় বেশি তিতকুটে লাগে;
তখন যেন একটা জোরসে ঝড় হয়
এলোমেলো করে দিয়ে যায় আমায়
উড়িয়ে নিয়ে যায় সব দুঃখ টুঃখ।
যখন আমি ভীষন বিষন্ন,
মন খারাপের নৌকো চড়ে ভাসছি খুব অশ্রু নদীতে
তখন যেন খুব কড়া একটা রোদে পুড়ে যায় চারপাশ।
অশ্রুনদী বাস্প হয়ে উড়ে যায় আকাশে
মেঘ হয়ে ভেসে যায় ভূমধ্যসাগরে।
আমি পাখির ডানায় উড়ে যাই দূর থেকে দূরে
আরো দূরে কোন সুদুর ইবিজা দ্বীপে।
পথে পথে ঝরে যাক আমার যত দুঃখ, বেদনা,হতাশা,
নিঃসঙ্গ সময়ের ভুলগুলি, ফুলগুলি।
দ্বীপান্তরে উড়ে যাক সব ভালবাসা, প্রেম, আর সব মানবীয়
অনুভুতিরা আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।