আমাদের কথা খুঁজে নিন

   

সমাধান ছাড়াই শেষ হলো কেরি-ল্যাভরভ বৈঠক

ক্রিমিয়া সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বৈঠকটি কার্যকর কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। প্যারিসের ওই আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ক্রিমিয়া নিয়ে রাশিয়ার কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র এখনো অবৈধ বলেই মনে করে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শুক্রবারের ফোনালাপের প্রেক্ষাপটে তাড়াহুড়া করে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্রমন্ত্রী ক্রিমিয়া ইস্যুতে বেশ খোলামেলা আলোচনা করেন। সংকট সমাধানে একটি কূটনৈতিক পন্থা খুঁজে বের করার জন্য উভয় দেশ অঙ্গীকারবদ্ধ হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, কূটনৈতিকভাবে সমাধানের গুরুত্বটা আমরা দুজনই অনুধাবন করেছি এবং ইউক্রেনের মানুষের প্রয়োজন মেটানোর বিষয়েও একমত হয়েছি। চার ঘণ্টার ওই বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কেরি জানান ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেখান থেকে রুশ সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছেন। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনকে একটি ফেডারেল রাষ্ট্রে পরিণত করার গুরুত্বের প্রতি জোর দিয়েছেন। আলজাজিরা, এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.