আমাদের কথা খুঁজে নিন

   

কেন্দ্রীয় ব্যাংকের ওপর চটলেন অর্থমন্ত্রী

প্রয়োজনীয় স্বায়ত্তশাসনের জন্য সম্প্রতি অর্থ মন্ত্রণালয়কে একটি কর্মপরিকল্পনা তৈরির কথা জানায় দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের উদ্যোগের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশ ব্যাংক নিজেদেরকে সরকারের চেয়েও বড় মনে করে। ”
বুধবার দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ প্রতিক্রিয়া জানান।

মুহিত বলেন, “বাংলাদেশ ব্যাংকের লোকজন মনে করে, তাদের যতটা অটোনোমি থাকার কথা ততটা নেই। এজন্য তারা একটি অ্যাকশন প্রোগ্রাম করবে বলে জানিয়েছে।



“আমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ বিষয়ে কথা বলব। ”
কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা যথেষ্ট বলে মনে করেন অর্থমন্ত্রী।  
“রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক নিয়ন্ত্রণে তাদের সব ধরনের ক্ষমতা দেয়া হয়েছে। শুধু তারা এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে পারে না। এছাড়া সব বিষয়ে তারা স্বাধীন।

সম্ভবত স্বাধীনভাবে সব কাজ করেও। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.