আমাদের কথা খুঁজে নিন

   

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্র সাজেশন

বড় প্রশ্নঃ
১। কার্দির চরিত্র।
২। ট্রাজিডি হিসেবে সার্থকতা।
৩।

নামকরণের সার্থকতা।
ছোট প্রশ্নঃ
১। সংক্ষিপ্ত পরিচয়ঃ আতা খাঁ, সুজাউদ্দৌলা, দিলীপ, জরিনা।
২। ছোট মুক্তিটাকে...........করেছেন।


৩। এই শিবিরে তোমার আমারা মাঝখানে আমার পিতার লাশ শুয়ে আছে।
৪। মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।


৫। মরণ যেখানে বাসা বেঁধেছে তার নাম কারাগার নয়।
৬। আমি পরীক্ষা করতে আসিনি, গ্রহন করতে এসেছি।
৭।

তুমি পশু, সে দেবতা।
৮। আমার পক্ষে অনির্দিষ্ট কাল....................সম্ভব নয়।
৯। আম নারী, আমি হৃদয় নিয়ে বিশ্বজয় করবো।


১০। অন্তরে অমৃত না..............পারবো না।
১১। আমি আর এক জনের জন্য অপেক্ষা করব।
১২।

তার জীবনে আমি আকস্মিক নাই। আমি স্বাভাবিক।
১৩। মনের ভাষা জনে আলাদা।
১৪।

একজন মানুষের জীবনেও কোন দুটো মুহূর্ত এক রকম নয়।
ব্যাখ্যা: ২, ৩, ৪, ৫, ৬, ৮, ১০, ১১, ১২, ১৩, ১৪
প্রবন্ধ রচনাঃ
১) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ২) স্বদেশ প্রেম, ৩) নারী শিক্ষা, ৪) বিজ্ঞান ও আধুনিক সভ্যতা, ৫) পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ৬) কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, ৭) মুক্তিযুদ্ধের চেতনা, ৮) বাংলাদেশের পোশাক শিল্প, ৯) বাংলাদেশের উৎসব, ১০) ইন্টারনেট, ১১) কম্পিউটার ও আধুনিক বিশ্ব।
পত্র লিখনঃ
১। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা পদে/প্রাথমিক/মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র।
২।

শিক্ষকের বিদায় উপলক্ষে মানপত্র।
৩। পত্রিকার চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র।
প্রতিবেদনঃ সড়ক দুর্ঘটনা, যানজট, কলেজ লাইব্রেরি, পরীক্ষা কেন্দ্র, বর্ষবরণ অনুষ্ঠান, ভেজাল প্রতিরোধ।
ভাষণঃ দিবস সমূহ, বর্ষবরণ, মাদকাসক্তি, দুর্নীতি, ভেজাল প্রতিরোধ।


ভাবসম্প্রসারণঃ
১। অন্যায় যে করে..............................দহে।
২। সুশিক্ষিত লোক................................
৩। স্বদেশের........................... সেই জন।


৪। স্বাধীনতা অর্জনের............................
৫। স্বার্থ মগ্ন........................বাঁচিতে।
৬। যে সহে, সে রহে।


৭। দন্ডিতের সাথে দন্ড দাতা.......................সে বিচার।
ব্যাকরণঃ
১) সন্ধি ও সমাসের পার্থক্য লিখ, ২) 'উপসর্গের অর্থবাচকতা নাই, দ্যোতকতা আছে। '- ব্যাখ্যা কর, ৩) শব্দের অর্থগত/উৎপত্তিগত শ্রেণীবিভাগ করে তাদের পরিচয় দাও, ৪) বাক্য কাকে বলে? গঠনগত/অর্থগত ভাবে কত প্রকার ও কী কী? উদাহরণ সহ তাদের পরিচয় দাও, ৫) আধুনিক/প্রমিত/বাংলা একাডেমির/টেক্সট বুক বোর্ডের বাংলা বানানের নিয়ম, ৬) ণ-ত্ব ও শ-ত্ব বিধান, ৭) সমাস, ৮) প্রকৃতি ও প্রত্যয়, ৯) সমার্থক শব্দ, ১০) বিপরীত শব্দ, ১১) পরিভাষা, ১২) বানান শুদ্ধি, ১৩) বাক্য শুদ্ধি, ১৪) সন্ধি বিচ্ছেদ।
সমাসঃ
উপজেলা, দুর্ভিক্ষ, প্রতিচ্ছবি, উচ্ছৃঙ্খল, হররোজ মাথাপিছু, আকর্ণ, উদ্বেল, আলুনি, ফুলকুমারী, পদ্মআঁখি, বাহুলতা, মৌমাছি, কালসিন্ধু, মৃদুমন্দ, জ্যোৎস্নারাত, মহাজন, মোহনিদ্রা, তুষারশীতল, ধর্মঘট, বজ্রকন্ঠ, আয়কর, করপল্লবম মনমাঝি, জীবন প্রদীপ, বরযাত্রী, শোকার্ত, খেয়াঘাট, মেঘলুপ্ত, কাবিতন্ডা, হাভাত, সলিলসমাধি, ঢেঁকিছাটা, মনগড়া, পকেটমার, প্রিয়ংবদা, বিশ্রী, অঙ্কুলিসংকেত, চিরসুখী, অকালপক্ক, পৃষ্ঠ প্রদর্শন, জাদুকর, ন্যায়সঙ্গত, বিপ্লব অভিযান, প্রপিতামহ, বাস্তুহারা, হজ্জ্বযাত্রা, রাজপুত্র, বিয়েপাগলা, জনাকীর্ণ, পদদলিত, ডাকবাক্স, পাষাণস্তূপ, জ্ঞানশূন্য, দেশান্তর, কালান্তর, যুগান্তর, রূপান্তর, গ্রামান্তর, আমর, দম্পতি, হিতাহিত, মতামত, দুধেভাতে, মিঠেকড়া, লেনদেন, প্রগতি, প্রবচন, শতাব্দী, সপ্তর্ষি, অনাশ্রিত, নামঞ্জুর, অক্ষত, অবিশ্বাস্য, অনতিবৃহৎ, অনেক, গল্পপ্রেমিক, নীলকন্ঠ, গায়েপড়া, তিমিরকুন্তলা, চন্দ্রচূড়, সতীর্থ, সবান্ধব, তিমিরবিদারী, কোলাকুলি, সহোদর, বিণাপাণি, উর্ণনাভ, গায়ে হলুদ, কানাকানি, হাভাতে।


প্রকৃতি ও প্রত্যয়ঃ
পার্থিব, ঢাকাই, জেলেম দ্রাঘিমা, সাঁতারু, মেঠো, ঐহিক, নীলিমা, হলদে, দিবা, লেঠেল, কুনো, মিতালি, সাহিত্য, রোগাটে, মালাই, মহিমা, ঐচ্ছিক, সৈনিক, ঘোলাটে, দৈত্য, মাধুর্য, হাতুড়ে, বান্ধব, বড়াই, ভেতো, মহত্ব, ভৌতিক, মেঠোম দর্পণম মোড়ক, নাটুকে, সম্রাটম রাঁধুনি, ঘাতক, সৃষ্টি, নশ্বর, পাঠক, কান্না, ডাকাত, দোলনা, খেচর, কর্তব্য, ভয়, ক্রেতা, নয়ন, বরণীয়ম পরীক্ষা, শ্রবণ, খোদাই, বক্তা, পিপাসা, খেকো, করণীয়, উক্তি, হাঁপানি, বিদ্যুৎ, মুগ্ধ, দুগ্ধ, লিখিত, জ্যন্ত, চেনা, নেতা, চেরাই, পাথুরে, জয়, ভাবুক, উক্ত, উক্তি, বর্তমান, মুক্তি, মেটে।
সমার্থক শব্দঃ
নদী, সমুদ্র, ঢেউ, সাপ, ইচ্ছা, চাঁদ, আকাশ, স্বর্ণ, অগ্নি, গৃহ, পাখি, পদ্ম, অশ্ব, বায়ু, রাজা, হাতি, মেঘ, খবর, বিদ্যুৎ বন, আলো, সূর্য, রাত, পাথর, গৃহ, ভয়, পৃথিবী, সুন্দর, পায়রা, মা, ময়ূর, পুত্র, ভাই, পানি, চোখ।
বিপরীত শব্দঃ
প্রশান্তি, ঋজু, নশ্বর, মৃতু, নির্বাক, সূক্ষ, ক্ষমা, উজান, আবির্ভাব, ক্ষয়ষ্ণু, অলীক, বন্য, নিন্দিত, দাতা, গৃহী, ঐশ্বর্য, টাটকা, নিষদ্ধি, বিরল, ভূত, দুর্জন, আগমন, দুরন্ত, তিরস্কার, স্বর্গ, প্রাচ্য, বিদ্বান, ক্ষয়িষ্ণু। অনুরক্ত, তিমির, বিষাদ, নিগ্রহ, লেখঅ, ঔষদ্বত্য, সঙ্গম, উপচয়, সৌম্য, সুকৃতি, বিনীত, অন্ধ, সুশীল, তেজি, বন্ধুর, চড়াই, আর্দ্র, কৌতুহলী, চিরায়িত, প্রায়শ, উৎকর্ষ, নিরক্ষর, খাতক, দ্যুলোক, খল, উর্ধ্ব, অন্তরঙ্গ, যশ, পারত্রিক, ত্যাজ্য, মহাত্মা, বাচাল, জনাকীর্ণ, তামসিক, সন্ধি, হতবুদ্ধি, খুচরা, নির্লজ্জ, তন্দ্রা, সুশীল, দাতা, প্রমাণিত, বিষণ্ন, অশন, সহযোগী, মসৃণ, গুপ্ত, ভদ্র, তাপ, ধবল।
 


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.