আমাদের কথা খুঁজে নিন

   

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
গত ২৬শে মার্চ ২০১৪ বাংলাদেশ আর একটি রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লিখালো। জানিনা কতটুকু সাফল্য হয়েছি, তারপরও বলছি আমরা এখনো আমাদের এই মাতৃভূমিকে ততটুকু ভালবাসতে পারিনি। যতটুকু না ভালবাসা দরকার। হয়তো ভাবছেন বাড়িয়ে বেশী কথার ফুলঝুরি মারছি? হ্যাঁ ভাবারই কথা। না কথা বেশী দীর্ঘ করবনা।

সেই দিন জাতীয় প্যারেড ময়দানে লাখো কণ্ঠে জাতীয় সংগীত শুনলাম আবার তাদের সাথে গাইলামও। আমি গেয়েছিলাম আমাদের গ্রামের “কদম রসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট কচি ভাই বোনদের সাথে। নিঃসন্দেহে অবিশ্বাস্য ছিল। এখন মূল কথা বলি, এইযে সেইদিন আমরা বুকে হাত দিয়ে বললাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। কিন্তু বাস্তবেকি আমরা আমদের দেশকে ভালবাসি? সেটি যাচাই করার জন্য আজ মার্কেট গিয়েছিলাম, কেনার উদ্দেশ্যে নয় দেশকে কে কতটুকু ভালবাসে তাই জানার জন্যে।

আমি প্রথম মহিলা/মেয়েদেরকে ফলো করলাম, যে তারাতো বলেছিল দেশকে ভালবাসি, কিন্তু তাদের প্রথম পছন্দ বিদেশী পোশাক। যেমন এক মেয়ে দোকানে দোকানদারকে বললেন আংকেল বিদেশী থ্রি পিস দেখান তো? আরেক বোন বলল ভালো মানের কোন লেহেঙ্গা আছে? আহারে দেশ প্রমিক! তারপর গেলাম বাণিজ্য মেলায়, সেইখানেও দেখলাম যত মানুষের ভীড় সব বিদেশী দকানে(পাকিস্তানি, ভারতী, ইরানি, ইত্যাদি)। এইছাড়া তাদের চালচলন দেশের কোন ভাবই দেখলাম না। সবাই বিদেশী পণ্যের দিকে জোঁক বেশী। ছেলেদের কথা কি বলব তারাতো দোকানে ভীড় জমায় বিদেশীয় পারফিউম, বিভিন্ন স্টেপ যুক্ত টিশার্ট ও জিন্সের দিকে।

কি বলব যে আমাদের দেশের মন্ত্রী, এমপি, আমলাগণও বিদেশী পণ্যের দিকে জোঁক। এখন আমার প্রশ্ন আমরা কওটুকু দেশকে ভালবাসি? যেখানে যায় বিদেশীদের গুণ গায়। এদের দেশে এইরকম, তাদের দেশ ঐরকম। এইযে আমারা বাঙ্গালী তা আমাদের নামেও পাওয়া যায়না। আমাদের নাম গুলুও এখন বিদেশীদের থেকে ধার করা।

আমরা আমাদের সন্তানের নাম রাখি সোহাম, ড্যানি, রকি, জ্যাকি, সিম্থি এই সব নামও আমরা বিদেশ থেকে ধার করে নেয়া। এইছাড়া আমরা আমাদের ছেলে-মেয়েদের শেখায় সালামের বদলে বিদেশী সংস্কৃতি হাই/হ্যালো/থ্যাঙ্ক ইউ। কই কোন বিদেশী কি আমাদের পন্য গ্রহন করে? তারা কি আমাদের দেশীয় জামদানী, একটি কালো সুতা পরে? তারাকি আমাদের একটি নাম তাদের সন্তানদের সঙ্গে জুড়ে? আজ বড় আপসোস করে বলতে হয় আমরা থার্টি ফাস্ট নাইট পালন করি, তারা কি আমাদের পহেলা বৈশাখ পালন করে? আমরা তাদের ক্যালেন্ডার অনুযায়ী সরকারী ভাবে ছুটি ঘোষণা করি, তারা কি করে? যদিও বা বলি আমরা আমাদের দেশকে ভালবাসি(মুখে), কিনতু বাস্তবে কি আমরা আমাদের দেশকে ভালবাসি? যদি আমরা আমদের দেশকে ভালবাসতাম তাহলে আমাদের দেশে এত অপসংস্কৃতি প্রবেশ করতে পারতনা। তাই আমি বলব মুখে নয় বুকে হাত দিয়ে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। দেখবেন এইদেশ একদিন সোনার বাংলায় পরিণত হবে।

হয়তো আমরা দেখবোনা আমাদের পরের প্রজন্ম তার সুফল পাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.