আমাদের কথা খুঁজে নিন

   

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ১০ হাজার অনুপস্থিত

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে অনুপস্থিত ছিল ১০ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ৪৫ জন। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) ১ম পত্র, সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র এবং মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা থেকে গতকাল সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। এদিকে পরীক্ষা শুরুর আগে রাজধানীজুড়ে যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে পরীক্ষার্থীরা।

যানজট আর গরমে নাকাল হয়েছেন পরীক্ষার্থী আর অভিভাবকরা। অনেক বেশি সময় হাতে নিয়ে বাসা থেকে রওনা হওয়ার পরও নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হিমশিম খেতে হয়েছে তাদের। মিরপুর ১২ নম্বর থেকে একমাত্র সন্তানকে নিয়ে হলিক্রস কলেজ কেন্দ্রে এসেছেন মোবাশ্বেরা বেগম। সকাল ৮টায় বেরিয়ে পরীক্ষার হলে আসতে পেরেছেন ১০টা বাজার পাঁচ মিনিট আগে। আরেকজন অভিভাবক মজিবুর রহমান বললেন, এমনিতে প্রচণ্ড গরম।

তার ওপর যানজট। পরীক্ষার হলে ঢোকার আগেই বাচ্চারা কাহিল। তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়িয়ে থাকা অভিভাবক রাজিয়া বেগম মুক্তা জানান, খিলগাঁও থেকে আসতে ২ ঘণ্টা লেগেছে। তার পরেও হাতিরঝিলের শেষ মাথা নেমে হেঁটে আসতে হয়েছে ট্রাফিক জ্যামের কারণে। জানা গেছে, পরীক্ষার আগের দিন বুধবার রাতে দেশের বেশ কয়েকটি জেলায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে।

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন, শেরপুরে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশ্ন ফাঁসের অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, এটি গুজব। তিনি গতকাল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.