আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন কমিশনার মোবারককে হত্যার হুমকি

আবদুল মোবারক সাংবাদিকদের জানান, রোববার বেলা ১২টা ১০ মিনিটে দিকে অন্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে নিজের মোবাইল ফোনে হত্যার হুমকি পান তিনি।  
এ বিষয়ে শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে একান্ত সচিব আলমগীর হোসেনকে নির্দেশ দিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনার জানান, নম্বর গোপন করে তার মোবাইলে কল করে এই হুমকি দেয়া হয়।
হুমকির ভাষা ছিল-  “আমি তোমার যম। তোমার হায়াত নির্ধারিত হয়ে গিয়েছে।

অতি শিগগির তোমার স্ত্রী বিধবা ও তোমার সন্তানরা এতিম হবে। ”

ফাইল ছবি

ফোন পাওয়ার সময় নির্বাচন কমিশনার আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ ইসি কার্যালয়ে মোবারকের কক্ষে উপজেলা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন।
ফাইল ছবি
বিষয়টি অন্য কমিশনারদের জানানো হলে তারা জিডি করার পরামর্শ দেন। বিকালে আলমগীর থানায় গিয়ে জিডি করেন।
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নানা বক্তব্যের জন্য বিএনপির সমালোচনার মধ্যে রয়েছেন আবদুল মোবারক।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.