আমাদের কথা খুঁজে নিন

   

মুফতি ইজাহারসহ ৯ জনের বিচার শুরু

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ও হেফজাতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম ও তার ছেলে হারুন ইজাহারসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। নগরীর লালখান বাজার মাদ্রাসায় বোমা বিস্ফোরণ মামলায় গতকাল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশনা দেন মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান। একই সঙ্গে ২৮ এপ্রিল মামলার সাক্ষ্য-গ্রহণের দিন নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন জানান, 'বিস্ফোরক দ্রব্য আইনে মুফতি ইজাহারসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।' আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার জানান, আসামিদের অব্যাহতি এবং জামিন চেয়ে আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন। জানা যায়, গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারে জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার একটি কক্ষে বিস্ফোরণে তিনজন নিহত এবং দুজন আহত হন। বিস্ফোরণের পর মাদ্রাসা কর্তৃপক্ষ এ ঘটনাকে 'ল্যাপটপ বিস্ফোরণ' বলে চালাতে চাইলেও পরে অভিযান চালিয়ে হাতবোমা ও এসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ। এরপর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও এসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে। গত ১০ ফেব্রুয়ারি মুফতি ইজাহার ও তার ছেলে হারুন ইজাহারসহ ৯ জনকে অভিযুক্ত করে বিস্ফোরক আইনের মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন মাদ্রাসার ডাইনিং সুপার মুনির হোসেন, শিক্ষক তাফসির আহমদ, আবদুল মান্নান, শিক্ষার্থী হাবিবুর রহমান, মো. জুনায়েদ, মো. ইসহাক ও আবদুল হাই ওরফে সালমান।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.