আমাদের কথা খুঁজে নিন

   

শিশুর হাতে ধরা পড়ল এক্সবক্স ত্রুটি

বাবার অ্যাকাউন্টে ভুল পাসওয়ার্ড দিয়েও প্রবেশ করতে পারার ফলে এ নিরাপত্তা ত্রুটিটি ধরা পড়ে হ্যাসেলের চোখে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিরাপত্তা ত্রুটিটি খুঁজে বের করার জন্য হ্যাসেলকে অফিশিয়ালি ধন্যবাদ জানিয়েছে মাইক্রোসফটের এক্সবক্স লাইভ সার্ভিস।

এক্সবক্সে কখনও ভুল পাসওয়ার্ড দিলে দ্বিতীয় আরেকটি উইন্ডো এসে ব্যবহারকারীকে সঠিক পাসওয়ার্ডটি দিতে অনুরোধ জানায়। হ্যাসেলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। কিন্ত দ্বিতীয় উইন্ডোতে একটি স্পেস চাপতেই পাসওয়ার্ড ঘরটি পূর্ণ হয়ে বাবার অ্যাকাউন্টের প্রবেশাধিকার পেয়ে যান তিনি। এ প্রসঙ্গে হ্যাসেল জানিয়েছেন, ত্রুটিটি ধরা পড়ার পর তিনি মনে করেছিলেন কেউ তাদের এক্সবক্সটি চুরি করতে পারে।

হ্যাসেল এ বিষয়ে তার বাবা রবার্টকে জানানোর পর রবার্ট ত্রুটিটির বিস্তারিত মাইক্রোসফটকে জানান। এ প্রসঙ্গে মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, তারা এক্সবক্সের এ ত্রুটিটি জানার পরপরই তা সংশোধন করেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.