আমাদের কথা খুঁজে নিন

   

উন্নয়নে ডাবল ডিজি/জাফর ইদ্রিস

উন্নয়নে ডাবল ডিজিট

বর্তমানে বাংলাদেশের উন্নয়ন ডিজিট পরিবর্তনের একমাত্র সহায়ক ভূমিকা রাখছে নারী। বিভিন্ন প্রতিকূলতায়ও অর্থনীতিতে যে অগ্রগতি হচ্ছে তার মূলে নারী। একটু ব্যাখ্যা দেই, যে শ্রমিকটি দিনমজুর ছিল এবং পরিবারে ভরণপোষণ করতো এখন তার স্ত্রী রাস্তায় তরকারি বিক্রি করে। বলুন-তো তার আয় বাড়ল কিনা। ১৬কোটি মানুষের কম বেশী আট কোটি নারী,এখন খুব কম নারীই পাবেন যারা কিছু না কিছু আয় করেনা। আর এই আয় যুক্ত হচ্ছে স্বামী বা তার সংসাররে তথা জাতিয় গ্রিডে। হঠাৎ বাংলাদেশের এই উন্নয়নের রহস্য নারী। একটা ছোট্ট উদাহরণ গার্মেন্টস, তবে এর বাইরেও অনেক নারী জাতীয় গ্রিডে প্রবৃদ্ধির যোগান দিচ্ছে। রাজনীতিবিদদের তৃপ্তির ঢেকুর দিয়ে লাভ নেই বরং হরতাল বা গণতন্ত্র বিপন্ন করে তারা উন্নয়ন বাধাগ্রস্ত করছে।

ধন্যবাদ
জাফর ইদ্রিস
নবিশি কবি ও ছড়াকার
ঢাকা
৭/৪/১৪

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.