আমাদের কথা খুঁজে নিন

   

প্রকাশিত খবরের ব্যাখ্যা

গত রবিবার বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত 'মামলা তদন্তের দায়িত্ব হারাচ্ছে থানা পুলিশ' শীর্ষক খবরের ব্যাখা দিয়েছে পুলিশ সদর দফতর। সোমবার দেওয়া ওই ব্যাখ্যায় বলা হয়, প্রতিবেদনটির শিরোনাম এবং কতিপয় তথ্য বিভ্রাটের কারণে প্রকাশিত খবরটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। ব্যাখ্যায় আরও বলা হয়, অপরাধ নিয়ন্ত্রণ, মামলার তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মূল ইউনিট হলো থানা। থানায় কর্মরত পুলিশ সদস্যরা বহুবিধ কর্মতৎপরতার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অনেক ক্ষেত্রে নিরবচ্ছিন্ন তদন্ত ব্যাহত হয়।

অধিক সংখ্যক গুরুত্বপূর্ণ মামলা সুষ্ঠুভাবে তদন্ত করার লক্ষ্যে নবগঠিত পিবিআই কাজ করবে। মামলা তদন্তের ক্ষেত্রে পিবিআইর জন্যও পৃথক তফসিল থাকবে, যার মধ্য থেকে গুরুত্বের বিচারে রুজুকৃত মামলা হতে কিছু সংখ্যক মামলা পিবিআই তদন্ত করবে। কাজেই, মামলা তদন্তের দায়িত্ব হারাচ্ছে থানা পুলিশ কিংবা তদন্ত থেকে থানা পুলিশকে সরিয়ে দেওয়া হচ্ছে_ এ জাতীয় তথ্য সঠিক নয়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.