আমাদের কথা খুঁজে নিন

   

হানিফ ফ্লাইওভারে বাস চাপায় নিহত ২

রাজধানীর গুলিস্থানে হানিফ ফ্লাইওভারের উপরে দ্রুতগামী একটি বাসের চাপায় আতিয়া বেগম (৩৫) নামে এক নারী ও এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে ফ্লাইওভারের উপরে টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আতিয়া বেগম সূত্রাপুরের সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিকে কাজ করতেন। দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় পাওয়া যায় নি। তবে তার পরনে নীল জিন্স ও কালো শার্ট রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সোয়া ৯টার দিকে টোল প্লাজার সামনে রাস্তা পার হচ্ছিলেন কয়েকজন। এসময় শ্রাবণ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে দু'জনকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন আতিয়া বেগম ও অজ্ঞাত পরিচয়ের যুবকটি।

এ ঘটনার পর ফ্লাইওভারের নিরাপত্তাপ্রহরী আলী আজগর ও ওয়ারী থানার কনস্টেবল জাহাঙ্গীর হোসেন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০টার দিকে অজ্ঞাত ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরকিছুক্ষণ পর মারা যান আতিয়া বেগম।

এর আগে মঙ্গলবার রাতে সবুজবাগ বৌদ্ধ মন্দিরের সামনে একটি কাভার্ড ভ্যান চাপায় নিহত হন পুলিশের এক সদস্যসহ দু'জন।

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।