আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেল - শর্ট বায়োগ্রাফি


ক্যামেল একটি বিখ্যাত ইংলিশ প্রোগ্রেসিভ রক ব্যান্ড। এই সঙ্গীত দলটি গঠিত হয়েছিলো ১৯৭১ সনে লন্ডনে । দলটির মূল প্রতিষ্ঠাতা হল বিখ্যাত গায়ক ও গিটারিস্ট অ্যান্ড্রু লাটিমার।

১৯৭০ সালে গিটারিস্ট অ্যান্ড্রু লাটিমার ড্রামার অ্যান্ড্রু ওয়ার্ড এবং বেস গিটারিস্ট ডগ ফার্গুসন এই ত্রয়ী মিলে ইংল্যান্ডের সারে এলাকাতে বাজাতো।

ফেব্রুয়ারি ২০, ১৯৭১ সালে, তারা গায়ক ও গীতিকার ফিলিপ গুডহ্যান্ড টেইট এর ব্যাক আপ ব্যান্ড হতে অডিশন দেয় এবং আগস্ট ১৯৭১ সালে তার সাথে যৌথভাবে "ডিজিএম রেকর্ডসের " ব্যানারে তাদের একটি অ্যালবাম মুক্তি পায়।

অ্যালবামটির টাইটেল নাম ছিলো "আই থিঙ্ক আই উইল রাইট এ সং"। গুডহ্যান্ড টেইটের সাথে এটাই তাদের প্রথম ও শেষ অ্যালবাম।

অগাস্ট ১৯৭২ সনে ক্যামেল তার প্রথম অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হয় "এমসিএ রেকর্ডসের" সাথে এবং ৬ মাস পর মুক্তি পায় তাদের প্রথম দলীয় অ্যালবাম। রেকর্ডটিতে তেমন একটি সাফল্য ছিল না পরে ব্যান্ডটি "ডিরাম রেকর্ডসের" সাথে চুক্তিবদ্ধ হয়। ১৯৭৪ সালে তাদের দ্বিতীয় অ্যালবাম "মিরাজ " মুক্তি পায় এবং সমালোচকদের দ্বারা বহুল প্রশংসিত হয়।



১৯৭৫ সালে ক্যামেলের ইন্সট্রুমেন্টাল অ্যালবাম "দ্য স্নো গুস " মুক্তি পায় । অ্যালবামটি মূলত তারা লেখক পল গালিকোর বইয়ের থেকে অনুপ্রাণিত হয়ে বের করেছিলো গালিকোর বইয়ের ও সেম নাম ছিল।

১৯৮৪ সালে তাদের লাইভ অ্যালবাম "প্রেসার পয়েন্ট " মুক্তি পায় এবং তাদের রেকর্ডিং কোম্পানির সাথে চুক্তি শেষ হয়ে যায়।

সাত বছর বন্ধ থাকার পর ১৯৯১ সালে লাটিমার "ডাস্ট এন্ড ড্রিমস " নামে নতুন একটি অ্যালবাম রিলিজ দেয়।


ক্যামেল এ পর্যন্ত মোট ১৪টি স্টুডিও অ্যালবাম ১৪টি একক সহ অন্যান্য বহু কম্পাইলেশন এবং লাইভ অ্যালবাম করেছেন।


তার বিখ্যাত অ্যালবাম গুলো হল "ব্রেথলেস ","দ্য সিঙ্গল ফ্যাক্ট র","স্ট্যাশনারি ট্র্যাভেলার ","রেইন ড্যান্সেস " ইত্যাদি।

যারা যারা ক্যামেলের কোন কিছু আজ পর্যন্ত শুনেননি তাদের জন্য ক্যামেল এর ছোট একটি মিউজিক ভিডিও দিলাম। আশা করি আপনারা পছন্দ করবেন।

স্ট্যাশনারি ট্র্যাভেলার এটা শুনুন। ভালো লাগলে মতামত ব্যাক্ত করুন।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.