আমাদের কথা খুঁজে নিন

   

বেগমগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘুর বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহ ইউনিয়নের গোবিন্দেরখিল গ্রামে মোবাইল ফোনে দাবীকৃত চাঁদা না পেয়ে আজ ভোর রাতে স্থানীয় গৌরাঙ্গ ডাক্তারে বাড়ীর একটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃবত্তরা।

গ্রাম্য চিকিৎসক গৌরাঙ্গ ডাক্তার এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জিল্লুুর রহমান, আমান উল্যাহ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন ও গৌরাঙ্গ ডাক্তার জানান, গত কয়েকদিন থেকে ০১৮৩৭-৬৮৫৮৮৪ এ নাম্বার থেকে দুর্বত্তরা তাঁর নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। প্রতিবারই গৌরাঙ্গ ডাক্তার আর্থিক অশ্চলতা দেখিয়ে দাবীকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষুদ্ব হয়ে দুর্বত্তরা গৌরাঙ্গ ডাক্তারের বাড়ীর একটি ঘরে আগুন লাগিয়ে দেয়।

বাড়ী লোকজনের শোরচিৎকারে স্থানীয় লোকজন এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। একপর্যায়ে ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে আজ সকালে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মোবাইলে চাঁদা দাবীকরীর নাম্বারটি সংগ্রহ করে নিয়ে আসে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জিল্লুর রহমান জানান, এ বিষয়ে তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.