আমাদের কথা খুঁজে নিন

   

ড্রপ টেস্টে শীর্ষে এইচটিসি

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, জনপ্রিয় স্মার্টফোনগুলো নিয়ে ড্রপ টেস্ট নামের এ পরীক্ষাটি করেছে টেকস্মার্টের একটি উৎসুক দল।

ড্রপ টেস্টে প্রতিটি স্মার্টফোনকেই কোমর সমান উচ্চতা থেকে নিচে ফেলা হয়েছে। এর আগেও এ ধরনের পরীক্ষা করা হয়েছিল। সেটিতে টিকে থাকলেও এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আইফোন ৫এস-এর। অন্যদিকে ড্রপ ট্রেস্টে গ্যালাক্সি এস৫ এরও স্ক্রিনের মারাত্মক ক্ষতি হয়েছে। ফলে গ্যালাক্সি এস৫ও চালানো সম্ভব হয়নি। শুধু নিচে পড়ে ক্ষতিগ্রস্ত হলেও এইচটিসি ওয়ান এম৮ স্মার্টফোনটিই সচল ছিল।

পরীক্ষকরা এক নোটে জানিয়েছেন, সব ফোনই একইভাবে মাটিতে পড়েছে কি না, সেটা নিশ্চিত করার কোনো উপায় নেই। তবে ড্রপ টেস্টে ফোনকে টিকে থাকতে নিরেট মেটাল কেসিং কিছুটা সাহায্য করে থাকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.