আমাদের কথা খুঁজে নিন

   

পাবলিকের উপহার : সন্ত্রাসীদের আদুরে নাম

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
সন্ত্রাসীরা কখনও বাপ মায়ের দেয়া নামে পরিচিত হয় না। পাবলিক তাদের আদর করে নতুন নাম দেয়। নতুন নামের মধ্যে খুঁজে পাওয়া যায়, তাদের শারীরিক বৈশিষ্ট্য, রং, উচ্চতা, কোন শারীরিক ত্রুটি, তাদের ব্যবহৃত অস্ত্র, তাদের প্রিয় মাদক ও বিশেষ কোন আচরণের নাম। পাবলিকের দেয়া নামের চাপায় তাদের বাপ-মায়ের দেয়া নাম হারিয়ে যায়। সন্ত্রাসী হিসেবে কুখ্যাত হওয়ার জন্য উনারা জীবনের শুরু থেকেই কাটাকাটি - ফাটাফাটিতে লিপ্ত হন।

তাই অনিবার্যভাবে নতুন নামের মধ্যে কাটাকাটি - ফাটাফাটি ইত্যাদি থাকে। যেমন, কানকাটা রমজান, হাতকাটা নাসির, গালকাটা মনির, গলাকাটা হাসু, পেটকাটা কাশেম ইত্যাদি। তাছাড়া শারীরিক কোন ত্রুটিও ভালোভাবে নামের সাথে লেগে যায়। যেমন, টুন্ডা মাসুদ, চান্দিছিলা কালাম, ঘেডিবেকা নিতাই, কিডনি মান্নান ইত্যাদি। অন্য দিকে শরীরের রংও একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের ক্ষেত্রে ।

যেমন , ধলা শহীদ, কাইল্যা রিপন, কালা জাহাঙ্গীর, লাল বাদশা ইত্যাদি। শারীরিক উচ্চতাও তাদের নামের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। যেমন : নাটা বাবু, লম্বু সালাম ইত্যাদি। তাদের ব্যবহৃত অস্ত্রের নামও তাদের নামের সাথে আঠার মতো লেগে যায়। যেমন : পিস্তল নূরা, বন্দুক শাহীন, চাপাতি কালু, বোমা মিজান ইত্যাদি।

উনারা কী ধরনের মাদক পছন্দ করেন সেটাও তাদের নামের সাথে বাড়তি পাওনা হিসেবে জানা যায়। যেমন : ফেন্সি সুমন, গাঞ্জুটি বেলায়েত, হেরোইন সামসু, বাংলা হাসান ইত্যাদি। তাদের বদ ব্যবহারের বিশেষণও তাদের নামের সাথে লেগে যায়। যেমন : তারছিড়া আবুল, গিরিঙ্গি নারু, পেজগি আবুল ইত্যাদি। কারো নামের সাথে আমাদের অতি প্রিয় প্রাণীর নামও যোগ হয়ে যায়।

যেমন : কুত্তা রুবেল, বিলাই জাহাঙ্গীর, বাঘা আরিফ, মুরগী মিলন ইত্যাদি। কারও কারও নাম আরো আধুনিক । যেমন : মোবাইল রনি, হোন্ডা রফিক, সানগ্লাস লালু, সুইডেন আসলাম ইত্যাদি। সন্ত্রাসী ভাইদের এই নামগুলো তাদের অর্জন। পাবলিক তাদের কত ভালোবাসে (?) এই নামগুলোই তার প্রমাণ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.