আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষার গুড়েবালি হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়রের দায়িত্ব নিয়ে অধ্যাপক এম এ মান্নান কাজের কাজ কিছুই করতে পারেননি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক আশা নিয়ে ঢাকার অতি কাছে থাকা এ জনবহুল এলাকাকে সিটি করপোরেশনে উন্নীত করেছেন। কিন্তু নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীর সেই আকাঙ্ক্ষার অনেকটা গুড়েবালি হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক টঙ্গী পৌরসভার মেয়র ও নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগ দলীয় পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এসব কথা বলেন।

আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা বলেন, গাজীপুর সিটি করপোরেশন এখন আবর্জনার নগরীতে পরিণত হয়েছে।

মহানগরের ওপর দিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক রয়েছে। কিন্তু এসব মহাসড়কের দুই পাশে ময়লার স্তূপ দিন দিন বেড়েই চলছে। আর এই ময়লার স্তূপের কারণে শিল্প এলাকাখ্যাত গাজীপুরে আসা দেশি-বিদেশি মেহমানদের মুখ দেখানো যাচ্ছে না। বিশেষ করে বিসিক এলাকা কোনাবাড়ীতে ময়লা-আবর্জনার গন্ধে বসবাসের অনুপযোগী হয়েছে। পাশাপাশি নগরের প্রায় এলাকাতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়।

এই জলাবদ্ধতা নিরসনে মেয়র কোনো কাজই করছেন না। তিনি বলেন, নগরের উন্নয়নের জন্য একটি পরিকল্পনার প্রয়োজন হয়। গাজীপুর সিটি মেয়রের মধ্যে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তিনি কী পরিকল্পনা করেছেন তা একমাত্র তিনি নিজেই জানেন। তার দলীয় লোকজনও জানেন না।

বর্তমান মেয়রের এহেন স্বেচ্ছাচারিতার কারণে অনেক কাউন্সিলরও অসন্তুষ্ট। তিনি বলেন, করপোরেশনের উন্নয়নমূলক কোনো কাজের অগ্রগতি গত ৮ মাসের মধ্যে নগরবাসী দেখতে পায়নি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়র সাহেব নগরে থাকা কয়েকটি আঞ্চলিক কার্যালয়েও যান না। টঙ্গী এলাকার জন্য একটি আঞ্চলিক কার্যালয় রয়েছে। সেখানে তিনি গত ৮-৯ মাসে মাত্র ৩ বার গেছেন বলে জানতে পেরেছি।

টঙ্গী পৌরসভার সাবেক এই মেয়র বলেন, নগরের এখনো যেসব উন্নয়নমূলক কাজ চলছে তা আমার সময়ের কাজ। নতুন মেয়র দায়িত্ব নিয়ে কোনো উন্নয়ন কাজে হাত দেননি। তিনি বলেন, আজকে যে 'সোলার স্ট্রিট লাইট' স্থাপন করার প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছেন বর্তমান মেয়র এ প্রকল্প আমার সময়েই করা হয়েছিল। এখন তিনি শুধু বাস্তবায়ন করতে যাচ্ছেন। তিনি বলেন, আমি টঙ্গী পৌর মেয়র ছিলাম দীর্ঘ ১৮ বছর।

এই নগরীর চাওয়া-পাওয়া আমি বুঝি। অ্যাডভোকেট আজমত উল্লাহ খান বলেন, এক বাক্যে বলা যায় বর্তমান মেয়র কাজের কাজ কিছুই করেননি। তিনি শুধু আমার আমলে অসমাপ্ত কাজগুলো নাড়াচাড়া করছেন। বর্তমান মেয়র গাজীপুরের মতো সিটি এলাকার এত বিশাল জনসংখ্যার চাহিদা মেটাতে সম্পূর্ণ অযোগ্য।

 



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.