আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখে লা রিভ

ঐতিহ্যপূর্ণ উত্সব পয়লা বৈশাখ উপলক্ষে পোশাক ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘লা রিভ’ নারী, পুরুষ ও ছোটদের জন্য নিয়ে এসেছে বৈচিত্র্যপূর্ণ পোশাক।
পয়লা বৈশাখ উপলক্ষে ‘মঙ্গল শোভাযাত্রা’কে থিম বা মূল ভাবনা হিসেবে ধরেছে এই পোশাক ব্র্যান্ড কর্তৃপক্ষ।
লা রিভ কর্তৃপক্ষ তাদের নতুন পোশাক সম্পর্কে জানিয়েছে, পয়লা বৈশাখের কথা মাথায় রেখে লা রিভের বৈশাখী পোশাক নকশা করা হয়েছে। মূল ভাবনার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ডাই, এমব্লিশমেন্ট, সুচিকর্ম ও ধাতব মিশ্রণের ব্যবহার পোশাকে অন্য মাত্রা এনেছে। বৈশাখের রঙের ওপরে ভিত্তি করে সালোয়ার-কামিজ, কুর্তা, পাঞ্জাবি, ফতুয়ায় কারচুপি, সুচিশিল্প, টাইডাই, বাটিক, ব্লক, এমব্রয়ডারির ব্যবহারে ফুটিয়ে তোলা হয়েছে উত্সব উপযোগী আমেজ।

গতানুগতিক লাল ও সাদা রং ছাড়াও গ্রীষ্মের উপযোগী বিভিন্ন রঙের পোশাক সংগ্রহে রাখা হয়েছে। অধিকাংশ পোশাক তৈরিতে সুতি ও সুতিজাত কাপড় ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ব্যবহূত হয়েছে লিলেন, শিফন, মসলিন কটন, লায়েক্রা, সাটিন, ভয়েল, মারসেরাইজড কটন ইত্যাদি ফেব্রিক।
লা রিভের প্রধান নকশাবিদ মুন্নুজান নার্গিস এ প্রসঙ্গে বলেন, ‘হারেম প্যান্ট, ভেলভেটের পায়জামা ও পালাজ্জো কম বয়সীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা এই ট্রেন্ডকে বিভিন্ন ধরনের টপ, টি-শার্ট ও ফতুয়ার সঙ্গে মানানসইভাবে নকশা করেছি।

লা রিভের সব শোরুমে নতুন পোশাক পাওয়া যাবে। বিস্তারিত জানা যাবে লা রিভের ওয়েবসাইটে।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।