আমাদের কথা খুঁজে নিন

   

পহেলা বৈশাখে.....

আকাশ ভরা স্বপ্ন সাথে

আজ ১৪ই এপ্রিল, মানে পহেলা বৈশাখ। নতুন বছেরর আনন্দে সবাই উদ্বেলিত। রুমে বসে চিন্তা করছিলাম কি করা যয়....? এমন সময় বেয়ারা এসে বলল, "ইমরান ভাই, আপনার গেষ্ট"। তাই তাড়াতাড়ি হাত-মুখ ধুয়ে গেষ্ট রুমে এসে দেখি তুমি বসে আছো। হ্যান্ড পেইন্টের সাদা শাড়ি এবং মাটির গহনাতে অদ্ভুদ সুন্দর লাগছে তোমায়।

কিছুক্ষণ তাকিয়ে দেখলাম তোমায়। নতুন কেনা বৈশাখী ফতুয়াটি পরে তাড়াতাড়ি বের হলাম। ভোর থেকেই ডিসি হিলে বৈশাখী অনুষ্ঠান শুরু হয়েছে। ঢাকায় 'রমনা' আর চট্টগ্রামে 'ডিসি হিল' জানালাম তোমায়। সায় দিয়ে জানালে ঢাকা থেকে কম ভালো লাগছে না।

গাছের ছায়ায় বসে অনেক্ষণ গান শুনা আর বাদাম খাবার পর রিক্সায় উঠলাম দুজন। মাঝপথে দুটো আইসক্রিম কিনে নিলাম; রিক্সায় আইসক্রিমের সাথে ভ্রমণ, অসাধারন! আমার জীবেনর শ্রেষ্ঠ আনন্দময় দিন গুলোর মধ্যে আজ একটি। তোমার হাত ধরে সামনের দিন গুলো কেমন হবে, সেই চিন্তা করছি, তোমাকে নিয়ে সাজাচ্ছি আগামী স্বপ্নগুলো। আকষ্মাত কানের কাছে তীব্র শব্দ শুনলাম। দেখলাম মোবাইল বাজছে।

নিজেকে আবিষ্কার করলাম হলের বিছানায়। কল রিসিভ করতেই সিলেট থেকে বৈশাখী ঝড়ের মত বৈশাখী শুভেচ্ছা দিল একটি বন্ধু.....। আচ্ছা বৃষ্টি, তোমাকে নিয়ে আমার এ বৈশাখী স্বপ্নটা কি কভু সত্যি হবে???? (((পরীক্ষার বেড়াজালে আটকা থাকায় লেখাটি দেরীতে পোষ্ট করতে হল বলে দুঃখিত)))


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।