আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত ব্রাজিল

ফিফা সভাপতি ব্রাজিলে অসাধারণ বিশ্বকাপের আশা রাখেন। স্বপ্ন দেখেন, এটাই হবে ইতিহাসের সেরা আয়োজন। ফিফা সভাপতির স্বপ্ন পূরণ হতে খুব বেশি দেরি নেই। কিন্তু ব্রাজিল কতটা প্রস্তুত। স্টেডিয়াম নিয়ে এখনো কিছুটা সংশয় রয়েছে।

এ ছাড়া রাস্তায় রয়েছে বিরোধী দলের আন্দোলনরত কর্মীরা। তবে শেষ পর্যন্ত ব্রাজিল সব বাধা অতিক্রম করে বিশ্বকাপের দরোজাটা খুলেই দিল। রাস্তায় এখন আর হুল্লোড় নেই তেমন। সবকিছুই বিশ্বকাপের রঙে রঙিন। এরই মধ্যে হয়ে গেল 'বিশ্বকাপ পার্টি'।

বিশ্বকাপের ১৪ হাজার ভলান্টিয়ারের জন্য প্রস্তুত করা হয়েছে টি-শার্ট। রিওডিজেনিরোতে এক ফ্যাশন শো'র মধ্য দিয়ে এই টি-শার্ট উন্মুক্ত করা হয়েছে সবার সামনে। বিশ্বখ্যাত উপস্থাপক ফার্নান্দা লিমার উপস্থাপনায় এই ফ্যাশন শোতে অংশ নিয়েছেন ব্রাজিলের টপ মডেল লাইস রিবেরো এবং ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এ ফ্যাশন শো শেষে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপজয়ী কাফ বলেন, 'একজন অ্যাথলেট হিসেবে সবাই চায় পোশাকটা যেন আরামদায়ক হয়। এবারের ভলান্টিয়ারদের জন্য ইউনিফর্মটা তেমন করেই প্রস্তুত করা হয়েছে।

চমৎকার একটা ইউনিফর্ম গায়ে জড়িয়ে কাজ করতেও দারুণ লাগবে। ' এ ছাড়াও উপস্থাপক লিমা বলেন, 'আমার কাছে ভলান্টিয়ারদের ইউনিফর্ম দারুণ পছন্দ হয়েছে। এই পোশাকে স্বচ্ছন্দ বোধ করা যাবে। তা ছাড়া এই ইউনিফর্ম ব্রাজিলকেও উপস্থাপন করবে। '

 

 



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.