আমাদের কথা খুঁজে নিন

   

রুপান্তর করেনিন আপনার Galaxy S4 কে Galaxy S5 -এ খুব সহজে !!


যারা এখন বর্তমানে এস৪ ব্যবহার করছেন আর এস৫ কেনার কথা এখনো ভাবেননি কিন্তু ঐ এস৪ এই এস৫ এর মজা নিতে চান তাদের জন্যই এই টিউন । আমি কি কোন ম্যাজিক করতে চলেছি, যে ম্যাজিক দ্বারা আপনার Galaxy S4 টি Galaxy S5 এ রুপান্তর হয়ে যাবে ? অবশ্যই তা নয়। তাহলে?? হ্যাঁ! আজ আমি এই টিউনে দেখাব কিভাবে আপনারা আপনার Galaxy S4 টিকে Galaxy S5 করবেন । এই কাজটা আপনি ছোট্ট কিছু কাজ করেই সম্পন্ন করতে পারবেন । এবার আপাদের বলি আপনি এই রকম অনেক পদ্ধতি পাবেন যেখানে বলা হয়েছে যে “Galaxy S4 কে Galaxy S5 এ রুপান্তর” কিন্তু এগুলো শুধু মাত্র আপনি আপনার  wallpaper and icons গুলো কে customize করতে পারবেন ।

কিন্তু এই টিউন Follow করে যদি আপনি কাজটি করেন তাহলে সম্পূর্নভাবে আপনি Galaxy S4 কে Galaxy S5 এ রুপান্তর করতে পারবেন ।
১) একটা রুটেট Samsung galaxy S4 running on Android 4.4.2
২) Es File Explorer File Manager (Dwonload From Here)
৩) মোবাইল ডেটা অথবা WIFI Connection
যদি এখনো পর্যন্ত আপনার Samsung galaxy S4 টাকে রুট করতে পারেননি তাহলে আমার এই টিউনটি দেখতে পারেন ।
বিঃদ্রঃ- এই টিউটরিয়ালটা আপনি সম্পূর্ন নিজ দায়িত্বে করছেন, কোনো রকম ভাবে মোবাইল এর ক্ষতি হলে আমি দায়ী থাকবো না ।

মোবাইলটা রিস্টার্ট করার পর দেখবেন এস৫ এর Icon চলে এসেছে আপনার এস৪ এ।

10. S5 Voice Note
11. S5 Video App 

12. S5 Video Player
13. S5 Optical Reader
14. S5 Phone and Contacts
15. S5 Message App
16. S5 Group Play 
17. S5 Music Player 

18. S5 S Health 

19. S5 AccuWeather widget
20. S Health Sleep
21. S5 Story Album
22. S5 S Voice 
23. S5 Calculator
24. S5 My Files
25. S5 Email App
26. S5 S Planner  
27. Gear Fit Manager
28. Galaxy Gear Manager
29. Various Update of all apps :- 1, 2, 3, 4, 5
30. S Translator
31. S Baro
32. Samsung Apps
এছাড়া আপনি এস৫ এর ওয়ালপেপার ডাউনলোড করে লাগাতে পারেন ।


এবার এস৪ এর সেটিংস মেনুটা এস৫ এর মত করবো আর এটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে একটা APK File কে রিপ্লেস করতে হবে তার পুরোনো ভারসানের সাথে আসুন দেখি কিভাবে করবেন ।
APK File টি এখান থেকে ডাউনলোড করে নিন ।
Es File Explorer File Managerটি ওপেন করুন এখান থেকে ঐ APK File টি System/priv-app folder এ কপি করুন ।
কপি হলে এবার এটাকে রিনেম করুন SecSettings2.apk তে । এবার পারমিশান গুলো পালটিয়ে নিন নীচের চিত্র এর মত করে ।


যখন আপনি এটা সম্পন্ন করবেন তখন সাধারন ভাবেই original SecSettings.apk and SecSettings.odex রিমুভ করে দিবেন ( যদি আপনার ইচ্ছা হয় তবে ) , কিন্তু ডিলিট করবেন না । এখন রিস্টার্ট করুন।


এবার আপনি এস৪ App Drawer এ দুটি সেটিংস আইকন দেখতে পাবেন । প্রথম টা হল আপনার পুরোনো এস৪ এর সেটিংস মেনু আর দ্বিতীয়টা হল এস৫ এর স্টাইলিস মেনু ।
এখানে বলি এস৫ এর সেটিংস মেনুতে কিছু সেটিংস Crash করবে যেমন Finger Print Scanner এবং ইত্যাদি, কিন্তু অন্যদিকে আপনি এস৫ এর কিছু মজাদার ফিচারস ব্যবহার করতে পারবেন এখান থেকে যেমন , ডাউনলোড বুস্টার এবং আরও অনেক কিছু ।




যদি আপনি বড়ো আইকন পছন্দ না করেন তাহলে লিস্ট ভিউ করে ছোট করে নিতে পারবেন ।

উপরের পদ্ধতি মেনে আপনি আপনার এস৪ কে এস৫ এ রুপান্তরিত করতে পারবেন ।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য ।
কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন ।
ফেসবুকে আমিঃ- Waqutiar Rahaman


সোর্স: http://www.techtunes.com.bd

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

আমাদের কথায় যা দেখা হয়েছে

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.