আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট পাকিস্তান সফর প্রসঙ্গে

১| পাকিস্তানের খাইবার-পাখতুনখা প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় এক মন্ত্রীসহ নয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৭ জন ২| বাংলাদেশ ক্রিকেট দল যে পাকিস্তান যাচ্ছে তা গত এক সপ্তাহ থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু নিশ্চিত ছিল না। অবশেষে পাকিস্তানে সংক্ষিপ্ত সফর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১২ ও ১৩ জানুয়ারি যথাক্রমে একটি টি২০ ও একটি ওডিআই ম্যাচ খেরতে পাকিস্তান যাবে জাতীয় দল।

আমার দেশ বাংলাদেশ। যে দেশ স্বইরাচার পাকিস্তানিদের হাত হতে অনেক বাংলার সম্ভাবনাময় তরুন পুরুষ ও মহিলার তরতাজা প্রান বির্ষজন দিয়ে স্বাধীন করেছে। যাক সে সব কম বেশী সবার জানা। এখন ক্রিকেট প্রসঙ্গে আসি- বর্তমান পাকিস্তানের র্সাবিক পরিস্থিতি খুবই জঘণ্য। প্রায় দিন হামলা হয়, মানুষ মরে, আহত হয়।

গত কাল ২২ ডিসেম্বর'১২ ইং পাকিস্তানী মন্ত্রী সহ ৯ জন মারা গেছে, আহত হয়েছে ১৫ থেকে ২০জন। এছাড়া বিশ্বের কোন ক্রিকেট দল পাকিন্তান এ খেলতে যাচ্ছে না। তবে শুধু আমরা (বাংলাদেশ ক্রিকেট) কেন বলির পাঠা হওয়ার জন্য এত উদগ্রীব হয়ে আছি। আমি ব্যক্তিগত ভাবে লোটাস কামালকে অপছন্দ করতাম না কারন একটাই যে, বাংলাদেশ ক্রিকেট উন্নতির জন্য তাঁরও অবদান আছে। কিন্তু আজ এই পরিস্থিতিতে তাকে আর পছন্দ করতে পারছি না।

কারন আমার কাছে মনে হয়েছে যে, তার ব্যক্তিগত স্বার্থের জন্য পাকিস্তান সফরটা তার কাছে জরুরী ছিল। যাক তার উদ্দেশ্য সফল হয়েছে যে, উনি এখন আই সি সি'র সহ-সভাপতি। তার আর হারানোর কোন ভয় নেই । সে বাংলাদেশের মানুষের কাছে খুব ভালো বলে তার পরিচিতি নেই। এখন তার প্রতিশ্রুতি রাখতে হবে এমন কোন মানে নেই।

যেখানে সে একজন বাঙ্গালী। সর্বপরি আমি বাঙ্গালী হিসেবে বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশ ক্রিকেট কে ভালোবেসে বাংলাদেশ ক্রিকেটারদের পাকিস্তান সফরের ঘোর বিরোধীতা করছি। আমাদের ক্রিকেট এখন অনেক উজ্জ্বল সম্ভাবনাময় ক্রিকেট দল। যা ক্রিকেট বিশ্ব বাংলাদেশকে সমীহ করে। আজ এই ক্রিকেট উন্নতির পথে পাকিস্তান সফর বাধাগ্রস্ত করুক তা আিম চাইনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.