আমাদের কথা খুঁজে নিন

   

সকল হত্যাকাণ্ডের বিচার চাই - ১

বিষাদময় জনাব মাহবুব-উল আলম হানিফ গতকাল এক আলোচনায় এমনটিই বলেছিলেন যে, বিশ্বজিৎ-কে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাঁর থেকেও করুণভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মারতে রাজাকাররা পাকিস্তানিদের সাহায্য করেছিলেন, সেই সব হত্যাকাণ্ডের ভিডিও থাকলে বিশ্বজিতের হত্যাকাণ্ডকে হারমানাতো। -নিশ্চয়ই সেসব জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকাণ্ড বিশ্বজিতের থেকেও করুণ ও বেদনাদায়ক। আমি নিজেও মনে প্রানে চাই, যুদ্ধাপরাধীদের বিচার হোক। তবে হানিফ সাহেব আপনি সবসময় যুদ্ধাপরাধীদের বিচার চাইতে চাইতে কোন ঘটনার সাথে যে কি লাগিয়ে বলছেন পরে নিজেই গুলিয়ে ফেলছেন বলে মনে হচ্ছে। কিভাবে গুলিয়ে ফেললেন এবার সেটা আলোচনা করা যাক, বিশ্বজিৎ-কে কারা কুপিয়ে হত্যা করেছে তা সকলেই মিডিয়ার কল্যাণে ঘরে বসেই দেখেছে, কারো কাছে গিয়ে শুনতেও হয়নি, যারা কুপিয়েছে ও মেরেছে তাঁরা ভাল নাকি মন্দ তা বুঝতেও বেগ পেতে হয়নি।

ঘটনা উল্লেখ করে মাফ না চেয়ে সরকারি দল থেকে জানানো হল তাঁরা (কুপিয়েছে যারা) আওয়ামী লীগের কেউ নন। বিশ্বজিৎ সামান্য দর্জি। সে যে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান নয়, তা বুঝতে তাঁর পেশার নামটাই যথেষ্ট। কিন্তু তাঁর পরেও এখন দেশের একজন বিশেষ সন্তান হিসেবে লোকমুখে উঠে আসছে তাঁর নাম। উদাহারন হয়ে থাকবে, সাধারন মানুষের জীবন/মৃত্যু যেন রাজনীতিবিদদের ছেলে খেলা, এই হিসেবে।

আমরা দেশের সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই। ৭১ সালের শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারী ও সাধারন বিশ্বজিত হত্যাকাণ্ডেরও বিচার হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.