আমাদের কথা খুঁজে নিন

   

সাইকোলজিক্যাল থ্রিলার তালাশ (২০১২) - মাইক্রো মুভি রিভিউ

খালি গরম লাগে , পুকুরে ডুব দিতে মুঞ্চায় অনেক দিন থেকে দেখব দেখব করেও দেখা হয়ে ওঠে নি । ব্লু-রে প্রিন্ট দেখতে দেখতে নজর খারাপ হয়ে গিয়েছিল । তাই ঘোলাটে প্রিন্টের তলাশ দেখার প্লান প্রায় বাদ ই দিয়েছিলাম । সকালে হঠাত আমার এক দোস্ত এসে বলল তালাশ দেখবো । আমি বললাম তালাশ তো করতে হয় দেখে ক্যামনে ? অয় কইলো কথা না কইয়া মুভি ছাড় ।

আমি কইলাম খাড়া , মুড়ি চানাচুর বানাই নিয়া আসি । মুড়ি চানাচুর সহযোগে বসে গেলাম আমির খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি তালাশ দেখতে । সন্তান হারা পুলিশ অফিসার সুরি (আমির খান) জড়িয়ে পরে এক ফিল্ম স্টার এর অকাল মৃত্যুর কেস সল্ভ করতে । কেসের খাতিরে সে জড়িয়ে পরে এক যৌন কর্মীর সাথে যে (যৌনকর্মী) কিনা তাকে সাহায্য করে কেস সল্ভ করতে । সুরির ধারণা ছিল তার নিজের গাফিলতির জন্যই তার ছেলে পানিতে ডুবে মারা গিয়েছিল ।

তার এই ধারণা তার পারিবারিক ও কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে থাকে । ফিল্ম স্টার কেসেও । রহস্যের খুব কাছাকাছি থেকেও কেন জানি রহস্য সমাধা করতে পারছিল না সুরি । পুরো ছবিতে রহস্য কখনো খুব জটিল আকার ধারন করেছে আবার কখনো এইত এখনি সল্ভ হবে হবে অবস্থা তৈরি হয়েছে । ছবির শেষ মুহূর্তে কেস যখন সল্ভ হয় দর্শক তখন এক অনাকাঙ্ক্ষিত টুইস্ট এর ভেতর পরে যায় ।

পুরাই রিভার্স টুইস্ট । বাস্তবে বিশ্বাসী সুরি নিজেকে আবিস্কার করে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এক ঘোরের জগতে আর সেই সাথে দর্শকের ও মুখ হা হয়ে যায় বিস্ময়ে হতবাকে । এই ছবি দেখার পুরো সময়টাতে হটাত উত্তেজনা খুব বেড়ে গিয়েছিল আবার কিছুটা কমেছে আবার উত্তেজনা । কিন্তু ফিনিশিং টুইস্ট টা আসলেই অসাধারণ ছিল । তবে কেউ যদি টুইস্ট জেনে ছবি দেখতে বসতে চান আমার পরামর্শ হবে আপনি ছবিটা না দেখুন ।

কারণ ছবির ৪০ % মজা ওই অংশেই । ছবিতে আরো অভিনয় করেছেন রানি মুখারজি , কারিনা কাপুর । রানি মুখারজির অংশ ছবিতে অনেক কম ছিল কিন্তু অভিনয় করেছেন দারুণ । আর কারিনা কাপুর বলতে গেলে ছবির প্রাণ । ছবিটির IMDB rating 7.4 তবে আমার মনে হয় 6.9 হলে পারফেক্ট হত ।

তালাশের আইএমডিবি লিঙ্ক এখানে তালাশের ডীভীডী এখনও রিলিজ পায় নি কিন্তু মোটামুটি ভাল স্কাম প্রিন্ট ডাউনলোড করতে চাইলে এই লিঙ্ক এ যান । http://thepiratebay.se/torrent/7935816 আবারও বলছি টুইস্ট এর কথা শুনে ছবি দেখতে বসবেন না।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।