আমাদের কথা খুঁজে নিন

   

চীনে দীর্ঘতম দ্রুতগতির রেলপথ!

চীনে আগামী সপ্তাহে বিশ্বের দীর্ঘতম দ্রুতগতির রেলপথ উদ্বোধন করা হবে। দেশের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ শনিবার এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের খবরে জানানো হয়। রাজধানী বেইজিংয়ের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় গুয়াংজু শহরের সংযোগকারী দুই হাজার ২৯৮ কিলোমিটার দীর্ঘ দ্রুতগতির এই রেলপথ আগামী বুধবার উদ্বোধন করার কথা। ১০ ঘণ্টা সময়ের এই পথে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে ট্রেন চলবে। ওই রেলপথের অংশবিশেষ এখন চালু রয়েছে। বিশ্বের দ্রুতগতির ট্রেন চালু করে খ্যাতি কুড়িয়েছে চীন। তবে কয়েকটি বড় ধরনের দুর্ঘটনা দেশের রেলনিরাপত্তাকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। ২০১১ সালের জুলাইয়ে একটি প্রচণ্ড গতির ট্রেন দুর্ঘটনায় ৪০ জনের প্রাণহানি ঘটে। এবার নিরাপত্তার বিষয়টি পুরোপুরি নিশ্চিত করা হয়েছে বলে চীনের রেল মন্ত্রণালয় দাবি করেছে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।