আমাদের কথা খুঁজে নিন

   

একটি মজার গল্প-পর্ব ৩

পাঠশালার দেয়ালে কে যেন ছাত্রদের নামে খড়ি দিয়ে লিখে রেখেছেঃ 'বামা পণ্ডিতের পাঠশালা। বিদ্যা হয় না কাচকলা- দু'হাতে দুই কলম দিয়ে বসিয়ে রাখে গাছতলা। ' অভিনব এ ছড়া শুনে ছাত্ররা সব মুচকি মুচকি হাসতে লাগল। হেডমাষ্টার আবার বললেন,'আমার দৃঢ় ধারনা,এ ছড়ার রচয়িতা তোমাদের ভেতরেই রয়েছে। কে সেই কবি তা স্বীকার করলে কিছুই আমি বলব না তাকে,শুধু ভবিষ্যতের জন্য সাবধান করে দিব।

তা না হলে বুঝতেই পারছ,অপরাধীকে বের করে কঠিন সাজার ব্যাবস্থা করতেই হবে আমাকে। ' তিনি চুপ করলেন। সবাই মুখ চাওয়া-চাওয়ি করতে লাগল। এমন সময় মাথা নিচু করে উঠে দাঁড়াল লেবু। বলল,'এ অন্যায় কাজ আমিই করেছি স্যার,অন্যায় বলে তখন বুঝতে পারি নি।

' কার যে এ কাজ হেডমাষ্টার মশাই আগেই তার কিছুটা আঁচ করে রেখেছিলেন,অনুমানটা তাঁর সত্যিই হয়েছে দেখা গেল। এবার তিনি বললেন,'অন্যায় করেছ এবং তা স্বীকার করবার সৎ সাহস তোমার আছে দেখে এবার আমি কিছুই বললাম না। গুরুজনদের নিয়ে ঠাট্রা-বিদ্রুপ করা খুবই অন্যায় বুঝতেই পারছ। কাজেই বলে রাখছি,ভবিষ্যতে যেন এ ধরনের অন্যায় তোমরা করেছ বলে শুনতে না পাই। আর হ্যাঁ,আরেকটা কাজ তোমাকে করতে হবে।

কালকে স্কুলে আসবার পথে পণ্ডিতমশাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসতে হবে তোমাকে। পারবে তো? 'খুব পারব স্যার। ' 'বেশ,থ্যাঙ্ক ইউ। তোমরা সবাই এবার টিফিনে যেতে পারো। ' চলবে..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.