আমাদের কথা খুঁজে নিন

   

থার্ড জেনারেশন (3G-Third generation) অথবা 3G

আমি পাগলা মুরশেদ ♦ প্রশ্নঃ 3G কি ? উত্তরঃ থার্ড জেনারেশন অথবা থ্রি জি(3G-Third generation) শব্দটি দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের মোবাইল যোগাযোগের পদ্ধতিকে বুঝানো হয়। 3G-র মাধ্যমে উচ্চ গতির মাল্টিমিডিয়া সেবা গ্রহণ করতে পারবেন। আপনার হ্যান্ডসেট দিয়ে উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করে ভিডিও দেখতে পারবেন। 3G ফোন এবং 3G নেটওয়ার্কের মধ্যে থেকে আপনি ভিডিও কল, লাইভ টিভি,হাই স্পিড ইন্টারনেট উপভোগ করতে পারবেন। ♦ প্রশ্নঃ 3G কি 2G থেকে ভিন্ন ? উত্তরঃ হ্যাঁ, 3G-তে হাই স্পিড প্যাকেট এ্যাক্সেস (HSPA) প্রযুক্তি ব্যবহার করা হয়, ফলে 3G নেটওয়ার্ক 2G নেটওয়ার্ক থেকে অনেক দ্রুত তথ্য প্রেরন করতে পারে।

যার মানে হচ্ছে অডিও, ভিডিও, গ্রাফিক্স এবং টেক্সট। 3G কাস্টমারেরা 3G নেটওয়ার্কিং এরিয়ায় থেকে লাইভ ভিডিও আদান-প্রদান করতে পারবে। ♦ প্রশ্নঃ 2G থেকে 3G তে কি কি সুবিধা আছে? উত্তরঃ 3G-তে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করা যায়, ভিডিও কল করা যায় এবং আরো অনেক মাল্টিমিডিয়া সেবা 3G-তে পাওয়া যায় যা 2G-তে নেই। ♦ প্রশ্নঃ 3G ব্যবহার করতে কোন বিষয়গুলো অপরিহার্য ? উত্তরঃ ১. 3G কানেকশন থাকতে হবে, ২. 3G সম্বলিত মোবাইল সেট এবং ৩. আপনার এলাকা 3G নেটওয়ার্কের আওতাধীন হতে হবে। ♦ প্রশ্নঃ 3G দিয়ে আমি আর কি কি করতে পারব? উত্তরঃ → পরিবার এবং বন্ধুদের সাথে সরাসরি ভিডিও কল করে যোগাযোগ করতে পারবেন।

→ উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। → বড় ফাইল হাই স্পীডে ডাউনলোড এবং আপলোড করতে পারবেন। → বড় ফাইল এ্যাটাচমেন্ট করে মেইল করতে পারবেন। → স্ট্রীমিং ভিডিও দেখতে পারবেন। → HD গেমস খেলতে এবং ডাউনলোড পারবেন।

♦ প্রশ্নঃ আমি টেলিটক ব্যবহারকারী না, আমি কিভাবে আমার মোবাইলে 3G সেবা পেতে পারি? উত্তরঃ নতুন ব্যবহারকারীদের 3G সেবা গ্রহনের জন্য নতুন TELETALK 3G সংযোগ নিতে হবে। ♦ প্রশ্নঃ যখন 3G এরিয়ার বাইরে চলে যাব তখন কি হবে? উত্তরঃ যখন আপনি এরিয়ার বাইরে চলে যাবেন তখন আপনার মোবাইল 2G/2.5G নেটওয়ার্ক ব্যবহার করে চলবে। তবে আপানর মোবাইলে ডুয়াল মুড সচল আছে কিনা সে দিকে লক্ষ্য রাখবেন। ♦ প্রশ্নঃ কিভাবে বুঝব আমি 3G কানেকশন পেয়েছি কিনা? উত্তরঃ যখন আপনার মোবাইল 3G সেবা জন্য চালু হবে, তখন আপনি আপনার মোবাইলে একটি কনফার্মেশন ম্যাসেজ পেয়ে যাবেন। আর আপনি 3G সেবা উপভোগ করতে পারবেন।

♦ প্রশ্নঃ কোন বিষয়গুলোর উপর 3G-এর স্পীড নির্ভর করে? উত্তরঃ → হ্যান্ডসেটের উপর → নেটওয়ার্ক এরিয়া → নেটওয়ার্ক ট্রাফিক, কতজন ব্যবহারকারী ওই মুহূর্তে ৩জি নেটওয়ার্ক ব্যবহার করছে। ♦ প্রশ্নঃ আমি কি মোবাইলে ভিডিও ডাউনলোড এবং আপলোড করতে পারব? উত্তরঃ হ্যাঁ, পারবেন। 3G দিয়ে আপানি আপানরা মোবাইলে ভিডিও দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। এছাড়া ভিডিও রেকর্ড করে ইন্টারনেটে আপলোড করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। ♦ প্রশ্নঃ মোবাইল ব্রডব্যান্ডের সুবিধা কি? উত্তরঃ মোবাইল ব্রডব্যান্ড আপনাকে যেকোন অবস্থায় হাই স্পীড ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিবে।

মোবাইল ব্রডব্যান্ড সেবা পেতে হলে 3G সাপোর্টেড এবং 3G সেবা সম্বলিত মোবাইল হ্যান্ডসেট থাকতে হবে। যদি কখনো যানবাহনে চলাচলের সময় আপনি ল্যাপটপে 3G ব্যাবহার করতে চান, তাহলে আপানার 3G সম্বলিত হ্যান্ডসেটটিকে ডাটা ক্যাবল, ইনফ্রারেড অথবা ব্লুটুথ দিয়ে কম্পিউটারের সাথে সংযোগ করে 3G ব্যবহার করতে পারবেন। ♦ প্রশ্নঃ 3G ফোন কেনার সময় কোন বিশেষ বিশিষ্ট্যগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে? উত্তরঃ বাজারের সব মোবাইল সেট 3G সাপোর্ট করে না। দুই ধরনের 3G ফোন পাওয়া যায়ঃ HSPA এবং WCDMA enabled। টেলিটকের পরামর্শ অনুযায়ী হাই স্পীড এবং ভালভাবে 3G ব্যবহারের জন্য HSPA সম্বলিত হ্যান্ডসেট ব্যবহার করা ভাল।

♦ প্রশ্নঃ কোন কোন মোবাইল সেট 3G সাপোর্ট করে? 3G supported Nokia Handset: 1. Nokia 2730 2. Nokia 7230 3. Nokia 3120C 4. Nokia 6233 5. Nokia 6280 6. Nokia 6270 7. Nokia 5230 8. Nokia 6600 fold 9. Nokia N70 10. Nokia E63 11. Nokia 5235 12. Nokia C5 13. Nokia 6700 Slide 14. Nokia N70M 15. Nokia 5320 16. Nokia 6212C 17. Nokia 5330 18. Nokia 6500C 19. Nokia 5610 20. Nokia N73 21. Nokia N91 22. Nokia N93i 23. Nokia E51 24. Nokia N73M 25. Nokia 6700 26. Nokia E52 27. Nokia 6210S 28. Nokia N79 29. Nokia 6110 30. Nokia 6500S 31. Nokia N76 32. Nokia 5800 33. Nokia N80 34. Nokia E71 35. Nokia 6600S 36. Nokia N81 37. Nokia N85 38. Nokia N77 39. Nokia N78 40. Nokia 5730 41. Nokia N81 8 GB 42. Nokia N95 8GB 43. Nokia E61 44. Nokia E61i 45. Nokia 6220c 46. Nokia 7900 47. Nokia E72 48. Nokia E75 49. Nokia E70 50. Nokia E5 51. Nokia N86 52. Nokia N82 53. Nokia N95 54. Nokia E66 55. Nokia N96 56. Nokia N97 Mini 57. Nokia N92 58. Nokia X6 59. Nokia N97 60. Nokia E90 ♦ প্রশ্নঃ HSPA and WCDMA enabled কি? উত্তরঃ HSPA (High Speed Packet Access) হচ্ছে একটি new generation communication protocol, যা দিয়ে ব্যবহারকারি ভাল এরিয়া এবং অবস্থাতে ২১ Mbps স্পীডে ডাটা আদান-প্রদান করতে পারবে। আজকাল মোবাইল ফোন এবং USB Data Card এ HSPA থাকে। WCDMA (Wideband Code Division Multiple Access) হচ্ছে 3G প্রযুক্তির একটি ভার্শন, যা দিয়ে ভাল এরিয়া এবং অবস্থাতে 384 Kbps স্পীডে ডাটা আদান-প্রদান করা যায়। (Collected)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।