আমাদের কথা খুঁজে নিন

   

কালের কণ্ঠ পত্রিকার সাথে সংশ্লিষ্ট কেউ থাকলে পড়ে দেখুন

কালের কণ্ঠ অবশ্যই দেশের শীর্ষস্থানীয় পত্রিকা। বিশেষ করে আমি একজন খেলা ভক্ত হিসেবে ৪ পাতা খেলার খবর যখন ছিল তখন থেকেই কালের কণ্ঠ পরি। আস্তে আস্তে ৪ পাতা থেকে ৩ পাতা এরপর এখন ২ পাতা করে খেলার খবর ছাপা হয়। তাও সেই খবর থাকে পক্ষপাতদুষ্ট। একজন বিশেষ খেলোয়াড় এবং তার দল কে নিয়ে প্রতিদিন ই একটা পৃষ্ঠা খবর পরা টা আসলেই বিরক্তিকর।

মেসির ভক্ত অনেক কিন্তু তাই বলে মেসি হাগতে গেলে সেই খবর ও দিতে হবে এমন কথা নেই। এক ই কথা বার্সার ক্ষেত্রেও। ফুটবল আমাদের দেশে ৮০-৯০ দশক এর ব্রাজিল আর্জেন্টিনা তেই সিমাবদ্ধ নয় বা ২০০১-২০০৬ পর্যন্ত মাদ্রিদ-বার্সা পর্যন্ত। পেলে বা মেরাদোনার মত এক এক যুগে একজন খেলোয়াড় খেলে না এখন। বার্সা এবং মেসির যেমন ভক্ত আছে তেমনি মাদ্রিদ এর রোনাল্ডো,কাকা ম্যানইউ তে রুনি,পার্সি, ম্যান সিটি তে তেভেজ,সিলভা,নাসরি, সহ হাল আমলের সেন্সেশন নেইমার,ফ্যালকাও,কাভানি এরাও আমাদের কাছে কম জনপ্রিয় নয়।

আপনারা আবার ৪ পাতা খেলার খবর ফিরিয়ে আনুন এবং এক ই কুমির এর বাচ্চা বার বার দেখানো থেকে বিরত থাকুন। ফুটবল একটা দল ই বা একটা খেলোয়াড় ই খেলে না শুধু। সব থেকে দৃষ্টি কটু ব্যাপার ছিল সাবেক প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ এর মৃত্যুর খবর টাও আপনাদের পত্রিকায় দেখিনি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।