আমাদের কথা খুঁজে নিন

   

একদিন দৈনন্দিন

আমার একটা ভাল নাম ছিল - "আকাশ" যতদিন তুমি ছিলে উফফফ ! এ জীবন ত্রাহী ত্রাহী ঘটনা ১- সকাল ৬ টায় গেলাম বাংলাদেশ এম্বাসি , পাসপোর্ট নবায়ন করার জন্য । পাসপোর্ট এর কয়েক পাতা উল্টানোর পর ও নবায়ন পাতা একটাই দেখতে পাইলাম । বাধ্যগত হইয়া ডিজিটাল পাসপোর্ট এর জন্য আবেদন এবং টোকেন এর জন্য লাইনে দন্ডায়মান আফুর পিছনে । রইদে যখন হম্বিতম্বি তখন ই পিছনের ছিড়িয়ালে এক কাকু পান চিবোতে চিবোতে এসে মিচকা শব্দ বায়ু ত্যাগ করলেন যার সাউন্ড পেয়েছি কিন্তু গন্ধ পাই নাই । ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি , সকালে ও উনি আকাশের তাঁরা গুনছেন।

ঘটনা ২ - বাঙ্গালী চিজ ই এমন , যেখানে যাইবো কাইজ্জা আর কাইজ্জা । কত কস্টে ২৯ সিরিয়াল নিলাম আর ৬২ নাম্বার এর চাচায় আগে গিয়ে দাড়াইয়া থাকে । ভ্যাপসা গরমে ঘরের ভিতর যখন ফ্যমিলি বিবাহিত আন্টিরা আসেন তখন ই মনে হয় ঘরটায় সুবাস এ ভরিয়ে যায় । থ্যাংকস ফর অল অফ দেম লিডিস , কিপ ইট আপ আফুরা এতো পারফিউম মাখেন দেখেই আমরা বেঁচে আছি গো । দাঁড়িয়ে ছিলেন আমার সন্নিকটে মুখে দিয়ে উড়নার আঁচল খানা ।

একটু ভাল সাজার সুযোগ টা কাজে লাগিয়ে দিলুম এই বলে - এক্সউজমি আপু , প্লিজ সিট । গগলস খুলে আফু যেই হাসি টা দিয়ে থ্যাংকস বলল , সকাল ৬ টা থেকে ৮ টা অব্দি দাড়ানোর পায়ে ব্যাথা টা নিমিষেই যেনো বুকে ডীবডিব করছিলো । আফুমনি দেখলাম সাদা এস ৩ বের করে গেম খেলা শুরু করলো । আমি ও চামে চিকনে এস ২ বের করে প্রজন্মে স্ট্যাটাস দিয়ে দিলাম - উফফ এত গরম । ঘটনা ৩-কাউন্টার এটাকে সবাই যখন ১৫ দিনার অথবা ৫ দিনার দিচ্ছে তখন আমি অনেক কসরত করে নয়া শার্ট খানার ইস্ত্রি ভেঙ্গে দুমড়িয়ে হামলে পড়লাম জানালায় ।

বললাম - স্যার স্লামামুয়ালাইকুম, এই যে আমার পেপার । মুখে চুইংগাম গোজাই ছিলো পাছে সিগারেটের উৎকট গন্ধে স্যারের যদি বমি আসে তাই । তবে অল ক্রেডিট গোজ টু - আফুমনিস পারফিউমস । স্যার দন্ত অবিকিশত করিয়া কহিল - মিস্টার জেন ! আপনাকে কল করা হলে এসে ফিঙ্গার দিয়ে যাবেন ঠিক আছে । আমি কইলাম - ইয়েস স্যার থেঙ্কু ভেরি মাচ ( আল্লাহ্‌ বাচাইছে , স্যার গন্ধ পায় নাই ।

সবই চুইংগাম এর দোয়া ) । মানিব্যাগ ঠেলে যখন ৪৫ দিনার বের করলাম আশে পাসের লোকদের চক্কুশকুল তখন আমার ৩য় ইন্দ্রিয়তে ঠাই ঠাই করে বিধছিলো । এক পাকনা ভাই বলেই ফেলল- এত টেঁকা দেন কিল্লাই , আন্নের তো ফনেরো দিনার ই না লাইগবো । বললাম - ভাইয়া পদ ই আমার এমন দিয়েছে কোম্পানি , দেওলিয়া হয়ে গেছি । ঘটনা ৪ - মোবাইলে ৫ টা মিসড কল দেখে বুকটা ধরাস কৈরা বলে উঠলো - এই রে সেরেছে ! অফিস লেইট ।

ঠিক এই মুহূর্তে আবার ফোন অফিস থেকেই , বস বলল -হোয়ার আর ইউ জেন ? কইলাম স্যার আটকাইছি সিরিয়ালে , আস্তেছি । তারপর সেইসব বসদের স্বভাব যেমন তেমন ই হালকায়ে ঝাড়ি দিলো । আমি ও কম স্পর্ধা নই যে ছেড়ে ছেড়ে কথা বলব - কইলাম আইতছি , আইতাছি আইতাছি ( ফোন কাট ) । ঘটনা ৫- আমি এখন কফি খাচ্ছি অফিসে বসে , আর গল্প করছি ম্যানেজার এর সাথে । আজকের বিষয় - উনার বউ কে কিভাবে হোয়াটস আপ এপ্লিকেশন টা ইন্সটল করিয়ে দিবো ।

লাইফ ইজ আসলেই বিউটিফুল গো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.