আমাদের কথা খুঁজে নিন

   

ধাবিত হতে থাকি মৃত্যু নামক কালপুরুষের ছোবলের দিকে।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। কতকিছুর ভিতর দিয়ে প্রতিদিন নিজকে উৎরে নিয়ে পথ চলি নিত্য নৈমিত্তিক কর্মগুলো সিডিউল ঘষে মেজে নতুন করে সাজাই রঙ বদলাই নিজের, বিরুদ্ধ পরিবেশে অভিযোজিত হই প্রিয়তমার কাছে উপস্থাপন করি নিজকে অবুঝ বালকের মতোন কত মিথ্যে মাড়িয়ে সত্যের দিকে যেতে চাই তবু কে যেন আগলে ধরে পথ মসৃণ চামড়ার দেহ আমার প্রহৃত চোরের মতোন হয় রক্তাভ জখম তবু সুখবর আসেনা, ভেজা ভেজা আর সাদা ধবধবে শব্দের সুসংবাদ আসেনা। অপেক্ষায় জীবন গেলো আমার : প্রতিদিন একটু একটু করে বদলে যাই, ক্ষয়ে যাই ধাবিত হতে থাকি মৃত্যু নামক কালপুরুষের ছোবলের দিকে।

তবু ভেজা ভেজা আর সাদা ধবধবে শব্দের সুসংবাদ আসেনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.