আমাদের কথা খুঁজে নিন

   

ভিকারুননিসার সব ছাত্রীর তথ্য ভুঁইফোড় কোম্পানীর হাতে, অভিভাবকরা শঙ্কিত

তাশফী মাহমুদ মোবাইল ফোনে এসএমএস সার্ভিসের নামে ঐতিহ্যবাহী ভিকারুন নিসা নূন স্কুল ও কলেজের প্রায় ২৫ হাজার ছাত্রীর অভিভাবকের ব্যক্তিগত মোবাইল নাম্বার ভুঁইফোড় এক কোম্পানীর হাতে তুলে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীপ্রতি মাসে ২০ টাকা করে আদায় করা হলেও, কোনো কোনো মাসে দেখা যায় একটি এসএমএসও পাঠায়নি ওই এসএমএস সার্ভিস কোম্পানী। এছাড়া ২৫ হাজার ছাত্রীর নাম-ঠিকানা রোল নাস্বারসহ যাবতীয় তথ্য ওই কোম্পানীর হাতে । এ নিয়ে উদ্বেগ অভিভাবকদের। প্রতিমাসে এ খাতে অভিভাবকদের নিকট থেকে পাচ লাখ টাকার বেশি আদায় করলেও স্কুলের হিসাবের খাতায় তা উল্লেখ করা হয় না বলে অভিযোগ করেছে একজন সিনিয়র শিক্ষক।

একটি এসএমএস-এ ১ টাকার বেশি খরচ না হলেও আদায় করা হয় ২০ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সিনিয়র শিক্ষক বলেন, ‘গত বছর যখন গভর্নিং বডি ভেঙ্গে ঢাকার ডিসির কাছে ক্ষমতা দিয়ে দিল সরকার, তার পরপরই এডুস্মার্ট নামের এক কোম্পানীর এসে হাজির হলো। অমনি তাদের হাতে আমাদের সবগুলো মেয়েদের অভিভাবকদের মোবাইল নাম্বার দিয়ে দেয়া হলো’। তিনি আরো বলেন, ‘যেসব জরুরী খবর এসএমএস করে অভিভাকদের সেগুলোর আদৌ দরকার নেই। যেমন হরতালে ক্লাস হবে না এটা জানাতে তো এসএমএস দরকার হয় না।

হরতাল ডাকলে কোনো স্কুলই রিস্ক নিয়ে স্কুল খোলা রাখে না, টিভি, পত্রিকার মাধ্যমে জানতে পারে অভিভাবকরা’। ‘কোনো টেন্ডার ছাড়াই এতগুলো টাকার কাজ কীভাবে একটা ভুঁইফোড় কোম্পানীকে দিয়ে দিল কর্তৃপক্ষ তা বোধগম্য নয়,’ তিনি বলেন। জানা গেছে, ঢাকার বাইরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি’র মেয়ে জামাইয়ের প্রতিষ্ঠান এই এডুস্মার্ট। ঢাকার সাবেক ডিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তার যোগসাজশে এ কাজটি পেয়ে যায় এডুস্মার্ট। প্রিন্সিপাল মঞ্জুআরা বলেন, ‘হ্যাঁ একটা কোম্পানীকে দিয়ে দেয়া হয় এ কাজটা।

তবে আমি তখন প্রিন্সিপাল হইনি। আমার আগে যিনি ছিলেন তিনি দিয়েছেন। আমরা চেষ্টা করছি বাতিল করার। হয়তো এ মাসেই বাতিল করে দিবো’। ‘আমি সর্বশেষ দুই মাস আগে একটা এসএমএস পেয়েছিলাম।

গতমাসেও ২০ টাকা অতিরিক্ত দিয়েছি এ খাতে। এভাবে একটা নামহীন কোম্পানীর কাছে সবগুলো মোবাইল নাম্বার দিয়ে দেয়া ঠিক হয়নি,’ শফিকুল ইসলাম বলেন। শফিকুল একজন ক্যাডার কর্মকর্তা। তার মেয়ে সিদ্ধেশ্বরী মূল শাখায় তৃতীয় শ্রেনীতে পড়ে। সুত্র-http://dailyeducation.net/?p=3072 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.