আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনের আগে বায়তুল মোকারমে যাইয়া ভোট চাওয়ার আগে মনে ছিল না।

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধ করার দাবি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘জামায়াত বিএনপিকে সাক্ষাত্ সঙ্গী বানিয়ে ফেলেছে। একাত্তরের বিজয় ২০১২ সালে পরাজয়ে পর্যবসিত হচ্ছে কি না, সে প্রশ্ন দেখা দিয়েছে আজ। এ অবস্থায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আলোচকেরা। আজ শনিবার ‘সাম্প্রতিক ঘটনাবলি কি বাংলাদেশকে নিকট অতীতের আফগানিস্তানের দিকে ঠেলে দিচ্ছে?’—শীর্ষক আলোচনায় বক্তারা এ দাবি জানান। বিএনপিকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই।

তাদের চলমান আন্দোলন নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন নয়। এটি হলে তারা সংসদে গিয়ে প্রস্তাব করতে পারত। ’ মেননের দাবি, নির্বাচনকে পাশ কাটিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করে ক্ষমতা দখলই বিএনপির মূল লক্ষ্য। দেশের বর্তমান প্রেক্ষাপটে তিনি জনমত গড়ে তুলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের একটি বক্তব্যের কথা উল্লেখ করে আয়োজক সংগঠনের সভাপতি অজয় রায় বলেন, ‘গৃহযুদ্ধের জায়গায় যদি দাঁড়িয়ে থাকি, তাহলে এটা কি তার প্রস্তুতি?’ তিনি বলেন, গৃহযুদ্ধ কড়া নাড়ছে।

যেকোনো সময় ঘরে ঢুকে পড়বে। প্রয়োজনীয় সতর্কতা নিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রবীণ এই রাজনীতিক। জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত বলেন, যেদিন সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে, সেদিন থেকে বাংলাদেশ হয়ে গেছে বাংলাস্তান। অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে বলে রাজনীতিতেও দুর্বৃত্তায়ন হয়েছে, এ কথা উল্লেখ করে তিনি ‘মৌলবাদী অর্থনীতির’ মূলোৎপাটন এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার পরিপূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানান। একই সঙ্গে মৌলবাদের অর্থের উৎসগুলো রাষ্ট্রায়ত্ত করার দাবি জানান।

দেশ একটি ‘অনাকাঙ্ক্ষিত’ দিকে যাচ্ছে উল্লেখ করে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ধর্মভিত্তিক রাজনীতি উত্খাত ছাড়া কোনো মৌলিক সংস্কার সম্ভব নয়। প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন, ‘সরকারের অক্ষমতা কোনো কোনো ক্ষেত্রে অপদার্থতা, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতাবিরোধীদের যথেষ্ট সুযোগ দিয়ে চলেছেন। ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, স্বাধীনতার ৪১ বছর পর বিবেকের কাছে প্রশ্ন, একাত্তরের বিজয় ২০১২-তে পরাজয়ে পর্যবসিত হচ্ছে কি না। আলোচনা সভায় ধারণাপত্র পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক তবারক হোসেইন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.