আমাদের কথা খুঁজে নিন

   

আবহমান বাংলাদেশ

আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। শিরোনামঃ সোনা সোনা সোনা লোকে বলে সোনা কন্ঠ: শাহনাজ রহমাতুল্লাহ কথা: আব্দুল লতিফ সুর: আব্দুল লতিফ সোনা সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় ততো খাঁটি বলো যতো খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি জন-ধন বলো, যতো ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারও সাথে কতো মা’র ধন মানিক-রতন কতো জ্ঞানী-গুণী কতো মহাজন এনেছে আলোর সূর্য এখানে আঁধারের পথ কাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি এই মাটি তলে ঘুমাইছে অবিরাম রফিক-শফিক-বরকত কতো নাম কতো তিতুমির কতো ঈশা খান দিয়েছে জীবন দেয়নি কো মান রক্তশয্যা পাতিয়া এখানে ঘুমাইছে পরিপাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।