আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীদের গাড়িতে লাল-সবুজের পতাকা : বি এন পি ক্ষমতায় গেলে যে কাজটি প্রথমেই করবে

ফালতু কমেন্ট ডিলেট করে দেই। ... খারাপ লাগে যুদ্ধাপরাধীদের গাড়িতে লাল-সবুজের পতাকার কথা মনে পরলে। ... ছাত্রলীগকে কুত্তালীগ বলায় যুক্তি খুঁজে পাই। ... অবাক হই, তারেককে কিছু নির্বোধ এখনো ডাকে। ... একটি বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনার-মতামত-মন্তব্যের জন্য পোস্টটি দিলাম।

বি এন পি অতীতে ক্ষমতার স্বাদ পেয়েছে। বলা হয়, একবার স্বাদ পেলে মানুষ লোভ বহুগুন বেড়ে যায়। তাই নেক্সট টার্ম নির্বাচনে তারা ক্ষমতার জন্য যা যা দরকার তাই করছে। আন্তর্জাতিক নীতিনির্ধারক মহলের সাথেও তাদের সখ্যতা বর্তমান ক্ষমতাসীনদের চেয়ে তুলনামূলক ভাল। দল ভারী রাখার জন্য তারা জামাতকে সহযোগী হিসেবে আকড়ে আছে।

দেশি-বিদেশী কোন সমালোচনাকেই গুরুত্বই দিচ্ছেনা। আন্তর্জাতিক নীতিনির্ধারক মহলও জামাত ও অন্যান্য ইসলামী দলগুলোকে সাথে রাখার বিষয়ে তাদের পরিস্কার মতামতে চেয়েছে। কিন্তু চির চতুর বিরোধী দলীয় নেত্রী বরাবরই শাক দিয়ে মাছ ঢেকেছেন-ঢাকছেন; আন্তর্জাতিক নীতিনির্ধারক মহল সেই সাথে আমাদেরও বোকা বানিয়ে। যা হোক, আমার ধারণা বি এন পি নেক্সট টার্মে ক্ষমতায় গেলে আমারা যে জিনিসটা দেখতে পাব তা হল নিজামী-মুজাহিদ-সাইদী-কাদের মোল্লা গং বিভিন্ন বিভিন্ন বিভ্ন্নি অজুহাতে যুদ্ধাপরাধের দায়মুক্তি নিয়ে আবার গাড়িতে লাল-সবুজের পতাকা লাগিয়ে আমাদের সামনে দিয়ে রাজকীয় ভঙ্গিতে বিচরণ করবে। আপনাদের কি মনে হয় ? জামাতীরা কমেন্ট করতে চাইলে এই পোস্টে নয় নীচের পোস্টে আপনাদের মতামত দিতে পারেন।

আশা করি আপনাদের আলোচনা প্রমাণনির্ভর হবে। একজন সাহসী জামাতী ব্লগার চাই : '৭১ এ আপনাদের শীর্ষ নেতাদের কার্যকলাপ, ভূমিকা নিয়ে প্রমাণ নির্ভর আলোচনা করুন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.