আমাদের কথা খুঁজে নিন

   

সেনাবাহিনীতে যুক্ত হলো চতুর্থ প্রজন্মের ট্যাংক

রফিকুল ইসলাম ঃঃঃঃ---- বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হলো নিজস্ব অর্থায়নে কেনা চতুর্থ প্রজন্মের ট্যাংক এমবিটি-২০০০। রাজধানীর তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন চত্বরে গতকাল বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ সমরাস্ত্র অন্তর্ভুক্ত হয়। অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের সেনাবাহিনীর সাঁজোয়া কোরের জ্যেষ্ঠ ইউনিট বেঙ্গল ক্যাভালরিকে অত্যাধুনিক ট্যাংক হস্তান্তরের জন্য ডিসেম্বর মাসকে বেছে নিয়েছি। অত্যাধুনিক এই ট্যাংক অন্তর্ভুক্তির ফলে সাঁজোয়া কোরের সামর্থ্য আরও বাড়ল। ’ অনুষ্ঠানে জানানো হয়, চীনের তৈরি এমটিবি-২০০০ ট্যাংক থেকে কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতিতে গোলা নিক্ষেপ করা যায়।

এর কামানে ১২৫ মিলিমিটার ব্যাসের গোলা ব্যবহার করা যাবে। এ ছাড়া ৭ দশমিক ৬২ মিলিমিটার ব্যাসের গুলি ছোড়ার জন্য একটি এবং ১২ দশমিক ৭ মিলিমিটার গুলির জন্য আরেকটি মেশিনগান রয়েছে। এ ট্যাংকে রয়েছে বিস্ফোরক প্রতিরোধক আর্মার। সাধারণ সড়কে এর সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬১ কিলোমিটার, ওজন ৪৮ হাজার কিলোগ্রাম। একবার জ্বালানি নিয়ে ৪০০ কিলোমিটার যেতে পারে।

সেনাবাহিনীতে এ রকম ট্যাংকের পাশাপাশি ওয়েপন লোকেটিং রাডার এবং এআরভি (আর্মার্ড রিকভারি ভেহিকেল) যুক্ত হলো। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে জেনারেল ইকবাল করিম ভূইয়া, বেঙ্গল ক্যাভালরি এবং ২৯ ডিভিশন লোকেটিং ব্যাটারির কোর কমান্ডার তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন এবং সশস্ত্র সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যের পর বেঙ্গল ক্যাভালরি এবং ২৯ ডিভিশন লোকেটিং ব্যাটারি কমান্ডারকে স্মারক হস্তান্তর করেন।

পরে প্রধানমন্ত্রী প্যারেড কন্টিনজেন্ট কমান্ডারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি নতুন ট্যাংক ও রাডারগুলো ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন। তিনি সাঁজোয়া কোরকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করেন। মিসর সরকারের দেওয়া ৩০টি ট্যাংক টি-৫৪ সাঁজোয়া কোরে হস্তান্তর করেন।

পরে আর কোনো ট্যাংক আসেনি। কয়েকটি ব্যবহূত ও মেরামতকৃত ট্যাংক সংযোজিত হয়েছে। কিন্তু এই প্রথম নিজস্ব অর্থায়নে নতুন ও অত্যাধুনিক ট্যাংক কেনা হলো। শেখ হাসিনা বলেন, ‘আমরা সামরিক বাহিনীকে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করার পদক্ষেপ নিয়েছি। ’ তিনি বলেন, ‘অনেক দেশের আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল।

দেশের জনগণের মাথাপিছু আয় ৬৩০ থেকে বেড়ে ৮৫০ ডলারে উন্নীত করেছি। ’ পরে বিজয় দিবস ২০১২ উদ্যাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্মারকচিহ্ন ‘বিজয় থেকে বিজয়ে’ তুলে দেওয়া হয়। তাঁকে স্মারক তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.